কালিয়াগঞ্জ: বাঙালির আবেগ দুর্গাপুজো (Durgapuja)। গোটা বাংলার মানুষের সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর এই চারটে দিনের জন্য। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে, কালিয়াগঞ্জের (Kaliyaganj) মিলনপাড়া এলাকায় এতদিন কোনও দুর্গাপুজো না হওয়ায় মন খারাপ ছিল স্থানীয় বাসিন্দাদের। পুজোর আনন্দে মাততে অনেকটা দূরে যেতে হত তাঁদের। মিলনপাড়ার মহিলারা এ বছর থেকে দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রথমবারের জন্য দুর্গাপুজোর সূচনা হল কালিয়াগঞ্জের মিলনপাড়ায়। এদিন ঢাকের বোল ও পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মহিলা পরিচালিত দুর্গাপুজো সূচনা হয়। উপস্থিত ছিলেন পুজো কমেটির সম্পাদক গীতা মাহাত, সভাপতি স্মৃতি সিংহ গুপ্তা সহ অন্য মহিলা সদস্যরা।
আরও পড়ুন: কাউন্টডাউন শুরু, অস্ট্রেলিয়ায়ও যেন এক টুকরো তিলোত্তমার ছোঁয়া