কলকাতা: রাজ্যে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাত আড়াইটে নাগাদ পাইকপাড়ার এক মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ইতিমধ্যে ওই জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন ওই জওয়ান। সেই সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। জওয়ানের ওই কাণ্ডে চিৎকার করে শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ। স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ওই জওয়ানকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: গণনায় পর্যবেক্ষক নিয়োগ অভিষেকের, কোন কোন কেন্দ্রে?
এর আগেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। লোকসভার ভোটে সবচেয়ে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসেছে। তারপর থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সরব হয়েছে বিরোধিরা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটাল এবং এখন কলকাতা। বারবার কেন্দ্রীয় বাহিনী বাংলার মহিলাদের মর্যাদা লঙ্ঘন করে চলেছে।