Sunday, August 3, 2025
HomeScrollমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিদার্থে চালু হল হেল্পলাইন নম্বর

মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিদার্থে চালু হল হেল্পলাইন নম্বর

কী করে জানবেন মাধ্যমিক পর্ষদের হেল্পলাইন নম্বর?

Follow Us :

কলকাতা: হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিদার্থে চালু হল হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা তাদের সমস্যার কথা এই হেল্পলাইন নম্বরে জানাতে পারবেন এবং অভিযোগও করতে পারবেন। এমনকি সাহায্যের দরকার হলেও তাও জানানো যাবে।

মাধ্যমিক পর্ষদের মূল অফিস ও অঞ্চলিক অফিসের জন্য হেল্পলাইন চালু করেছিল মাধ্যমিক পর্ষদ। এবার প্রত্যেক জেলার জন্য হেলপনাইল চালু করেছে পর্ষদ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি অবদি চলবে মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। প্রতি বছরের নির্ধারিত সময় থেকে পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র আসতে কোনও সমস্যা হলে বা কোনও অভিযোগ জানাতে হলে এই হেল্পনাইল নম্বরে জানতে হবে।

আরও পড়ুন: চণ্ডীগড়ের মেয়র পদ ছিনিয়ে নিতে মরিয়া আপ-কংগ্রেস!

কী করে জানবেন এই হেল্পলাইন নম্বর?

১) wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

২) তারপর Board’s Notification দেখুন।

৩) এর পর, হেল্প লাইন ফর অল লেভেলস অফ ডিস্ট্রিক্টস ফর অ্যাসিস্ট্যান্স অফ দি এক্সামিস অফ মাধ্যমিক পরীক্ষা (এসই) ২০২৪ ( HELP LINES AT ALL LEVELS OF DISTRICTS FOR ASSISTANCE OF THE EXAMINEES OF MADHYAMIK PARIKSHA (SE) 2024) অপশনে ক্লিক করুন।

৪) তারপর পিডিএফ (PDF) ডাউনলোড করুন। তিন পেজের এই পিডিফটিতে সব জেলার হেল্পলাইন নম্বর পেয়ে যাবেন।

এমনকি ই-মেলের মাধ্যমেও সাহায্য বা অভিযোগ করা হবে। এর জন্য www.examwbbse@gmail.com মেল আইডি ব্যবহার করুন।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39