বারাসত: বসিরহাট লোকসভা (Basirhat Loksabha) কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী দলিত পরিবারের মেয়ে রেখা পাত্রকে (Rekha Patra) ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেখাকে পিসি আর ভাইপোর এই ভয় দেখে আমাদের গর্ব হচ্ছে। বসিরহাটে চোরেদের সঙ্গে রেখার লড়াই হচ্ছে। বৃহস্পতিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মনোনয়নের আগে বারাসাতে জেলাশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও বলেন, বসিরহাটে চোরদের সঙ্গে রেখার লড়াই হচ্ছে। ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পর ইলেকট্রোরাল বন্ডের দুই হাজার কোটি টাকা নিয়ে সাত তলা বাড়ি বানানো গরিব পরিবারের মেয়ে রেখাকে পিসি ভাইপো ভয় পাচ্ছেন। গরিব পরিবারের মেয়ে রেখাকে চোরেরা ভয় পাচ্ছেন। বসিরহাটে রেখাই জিতবেন।
আগামী ১২ মে জগদ্দলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভা রয়েছে। অভিযোগ, সেই মাঠে তৃণমূল ট্রাক্টর চালিয়ে দিয়েছে। এ ব্যাপারে শুভেন্দু বলেন, ওই জগদ্দলেই তৃণমূলের কবর দেওয়া হবে। এদিন রেখা ছাড়াও বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: ভোট মিটলে নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনে, হাইকোর্টকে জানাল রাজ্য
যাওয়া ও আসার পথে রেখাকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে জিজ্ঞাসা করা হয়। কিন্তু সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা কোনও মন্তব্য করেননি। এদিন শুভেন্দু বলেন, রেখা পাত্রের মতো দলিত পরিবারের, তফসিলি পরিবারের একজন গরিব মেয়েকে পিসি আর ভাইপো এত ভয় পাচ্ছে। এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের। ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। এটা গরিবের সঙ্গে চোরেদের লড়াই। এই লড়াইয়ে গরিব জিতবে, রেখা পাত্র জিতবে।
আরও খবর দেখুন