Tuesday, August 5, 2025
Homeরাজ্যফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু গুজরাতে

ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু গুজরাতে

বুধবার তাঁর কফিনবন্দি দেহ আসে গ্রামে

Follow Us :

মালদহ: ফের রাজ্যে পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। গুজরাতে কাজে গিয়ে মৃত্যু হয় মাদলদহের (Malda)পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ইতেকাফ শেখ। বুধবার তাঁর কফিনবন্দি দেহ আসে গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহর ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়ায় থাকতেন ইতেকাফ। বাড়িতে রয়েছে অসুস্থ মা, প্রতিবন্ধী বাবা এবং নাবালক ভাই। অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাতেই বাংলা ছেড়ে ভিনরাজ্যে গিয়ে কাজে গিয়েছিলেন তিনি। জানা যায়, গত শনিবার টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর। বুধবার তার কফিনবন্দি দেহ ফেরে গ্রামে।

আরও পড়ুন: প্রিয় প্রধান শিক্ষককে ছাড়তে নারাজ পড়ুয়ারা, পাশে অভিভাবকরা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওর মা-বাবা একশো দিনের কাজ করেছে। কিন্তু টাকা পায়নি। অনেক কষ্টে ওরা ছেলেকে পড়াচ্ছিলেন। আমরা বারবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে বলছি যাতে টাকা পাওয়া যায়। কিন্তু প্রধান বা বিডিও কিছুই করছে না। ফলে ছেলেটাকে বাধ্য হয়ে বাইরে কাজ করতে যেতে হয়েছে। আর তারপরই এই অবস্থা।

উল্লেখ্য, একদিন আগে বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিক (Migrant Labour) পরিবারের চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম কালে সার্কি (৫০), লক্ষ্মী সার্কি (৪৮), ফুলকুমারী সার্কি (৪০) ও কুশল সার্কি (১৬)। মৃতরা প্রত্যেকেই কুমারগ্রাম ব্লকের সংকোশ চাবাগানের নেপালি লাইনের স্থায়ী বাসিন্দা। প্রায় ১০ বছর আগেই এই পরিবার কাজের সূত্রে বেঙ্গালুরুতে যান। সেখানে একটি পোলট্রি ফার্মে কাজ করতেন তাঁরা। শনিবার রাতে বেঙ্গালুরুর ডোড্ডাবাল্লাপুর জেলার হলেয়ারাহাল্লি এলাকায় শোওয়ার ঘরে দমবন্ধ হয়েই সকলের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে।

আরও দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39