Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকহিন্দুদের কানাডা ছাড়ার হুমকি খলিস্তানপন্থীদের

হিন্দুদের কানাডা ছাড়ার হুমকি খলিস্তানপন্থীদের

Follow Us :

ওটায়া: ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের (Hindus of Indian Origin) কানাডা (Canada) ছাড়ার হুমকি দিল শিখস ফর জাস্টিস (Sikhs for Justice)। ভারতে নিষিদ্ধ খলিস্তানপন্থী (Pro Khalistan Organisation) এই জঙ্গি সংগঠনের আইনি উপদেষ্টা গুরপতওয়ান্ত পান্নুন এই হুঁশিয়ারি দিয়েছে। প্রসঙ্গত, সংগঠনের প্রধান নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের বিষয়ে ভারতীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলিকে দোষারোপ করে খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Canadian Prime Minister Justin Trudeau) পার্লামেন্টে বিবৃতি দেওয়ায় উৎসাহ পেয়ে গিয়েছে খলিস্তানিরা।

২০১৯ সালে ভারতে নিষিদ্ধ করা হয় এসএফজে-কে। কিন্তু, বিদেশের মাটিতে বিশেষত কানাডায় ঘাঁটি গেড়ে তারা এখনও সন্ত্রাসী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সেদেশে বহু শিখকে তারা একছাতার তলায় নিয়ে এসেছে। এসএফজে প্রধান হরদীপ সিং নিজ্জরের খুনকে ভারত সমর্থন করায় কানাডায় বসবাসকারী হিন্দু বংশোদ্ভূতদের দেশ ছাড়ার হুমকি দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। রাতারাতি সেটা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাজীবের কথা স্মরণ করে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন সোনিয়ার

পান্নুনের ওই ভিডিয়োয় বলা হয়েছে, ভারতীয় হিন্দুরা কানাডা ছাড়ো। ভারতে ফিরে যাও। তোমরা মনে মনে ভারতকে সমর্থন করো। শুধু তাই নয়, খলিস্তানপন্থী শিখদের মত ও বাকপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চাও। এ বিষয়ে কানাডিয়ান হিন্দুস ফর হারমোনি নামে একটি সংগঠনের মুখপাত্র বিজয় জৈন বলেন, পান্নুনের এই হুমকি খুবই উদ্বেগজনক। আমরা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছি। তিনি আরও বলেন, ট্রুডোর মন্তব্যে এরা আরও উসকে উঠেছে। আমাদের ভয় হচ্ছে যে, ১৯৮৫ সালের হিন্দু নিধনের মতো ঘটনা যাতে ফের না ঘটে।

প্রসঙ্গত, জি ২০ সম্মেলনের কানাডা-ভারত মধুচন্দ্রিমা শেষ হয় গত সোমবার। কানাডার মাটিতে খলিস্তানপন্থী নেতাকে খুনের পিছনে ভারতের হাত আছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তোলা এই অভিযোগের পরেই দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকে। প্রথমে কানাডার ওটায়াস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে বিতাড়িত করার পরপরই ভারতও কানাডার দূতকে দেশছাড়া করে। গত জুন মাসে কানাডার নাগরিক এবং খলিস্তানপন্থী শিখনেতা হরদীপ সিং নিজ্জরকে খুন করা হয়। সেই ঘটনার নেপথ্যে ভারতের যোগ রয়েছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে, যার তদন্ত হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এ বিষয়ে কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কানাডার গোয়েন্দা সংস্থাগুলি বেশকিছু বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ হাতে পেয়েছে। যার ভিত্তিতে দেখা যাচ্ছে কানাডার নাগরিক নিজ্জরের খুনের সঙ্গে ভারতীয় চরদের যোগসূত্র মিলেছে। এনিয়ে তাঁর সরকার পদক্ষেপ নেবে। খুনের সঙ্গে জড়িতদের শাস্তি পেতেই হবে। এরপরেই কানাডা প্রশাসন ভারতীয় কূটনীতিককে দেশছাড়া করে। বিদেশমন্ত্রী মেলানি জোলি তাঁকে কানাডাস্থিত ভারতীয় চর সংস্থার প্রধান বলে বর্ণনা করেন।

তিনি জানান, ট্রুডো এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেছেন। ট্রুডোর আচরণে ক্ষুব্ধ ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবার জানায়, এদেশ থেকেও কানাডার কূটনীতিককে বিতাড়িত করা হল। আগামী ৫ দিনের মধ্যে তাঁকে দেশছাড়ার নির্দেশ দেওয়া হয়। কানাডার কূটনীতিকরা এদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছিল এবং ভারত-বিরোধী কার্যাবলিতে তারা যুক্ত ছিল।

প্রসঙ্গত, গত ১৮ জুন, রবিবার খলিস্তান টাইগার ফোর্সের প্রধান এবং গুরু নানক শিখ গুরুদ্বারের শীর্ষ গুরু হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কানাডার সুরি শহরের গুরুদ্বার সাহিবের ভিতরে এই ঘটনা ঘটে। ৪৬ বছর বয়সি হরদীপ নিজ্জর জলন্ধরের ভর সিং পুরা গ্রামের বাসিন্দা ছিলেন। খলিস্তান টাইগার ফোর্সের তালিম, অর্থ সংগ্রহ, যোগাযোগ এবং অপারেশনের কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এনআইএ-র একটি মামলায় অভিযুক্ত ছিলেন নিজ্জর। শিখ ফর জাস্টিসের সঙ্গে যুক্ত ছিলেন এবং গণভোটের জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।

তদন্তে দেখা গিয়েছে, হরদীপ আপত্তিকর মন্তব্য, আপত্তিজনক পোস্ট শেয়ার করেছেন। এনআইএ-র তথ্য অনুযায়ী, তাঁর করা পোস্টে সবসময় গোষ্ঠী বিভাজন ও হিংসা এবং বৈষম্যমূলক কথা থাকত। ২০১৮ সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফরের সময় তৎকালীন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ওয়ান্টেড তালিকায় হরদীপের নাম তুলে দিয়েছিলেন। পঞ্জাবে হিংসাত্মক ঘটনায় তাঁকে পুলিশ দীর্ঘদিন ধরেই খুঁজছিল। নিজ্জরের বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি হয়েছিল।

ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশের সুরে শহরে গুরুদ্বারের পার্কিং লটে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কানাডায় খলিস্তানপন্থীদের কার্যকলাপ বৃদ্ধি নিয়ে সেদেশের ভূমিকার কড়া সমালোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার কিছুদিন পরেই খলিস্তান টাইগার ফোর্সের শীর্ষ নেতা খুন হলেন।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার
02:07
Video thumbnail
Kapil Sibal | সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, চতুর্থবার সভাপতি পদে
01:03
Video thumbnail
Purba Medinipur | পূর্ব মেদিনীপুরে সিবিআই, কাঁথিতে ভোটের আগেই দুই তৃণমূল নেতার বাড়িতে হানা
04:11
Video thumbnail
Patharpratima | বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়
02:10
Video thumbnail
Sitalkuchi | ফের উত্তপ্ত শীতলকুচি, পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে 'গু*লি'
04:33
Video thumbnail
I.N.D.I.A Alliance | জোট নিয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বাংলায় TMC বিরুদ্ধে লড়াই বাম-কংগ্রেসের
02:36
Video thumbnail
Abhishek Banerjee | ভোটপ্রচারে আজ জোড়া সভা অভিষেকের, হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনে সভা
01:06
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | সাজদা আহমেদ পরিযায়ী পাখি: অরুণোদয় পাল চৌধুরী, পাল্টা কী বললেন তৃণমূল প্রার্থী
08:45
Video thumbnail
CBI | সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা
00:47
Video thumbnail
Purba Medinipur | CBI-র নজরে পূর্ব মেদিনীপুরের ২ TMC নেতা, মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই
01:20