বোলপুর: শান্তিনিকেতন, তালতোর, প্রান্তিক অঞ্চলে সরকারি জমি, ক্যানেল, কান্দর দখল করে বড় বড় দোতলা বাড়ি করে রয়েছে প্রখ্যাত, কুখ্যাত, অখ্যাত মানুষজনের। নোটিস দিয়ে ভেভে গুড়িয়ে দেব। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়ে। তিনি নির্দেশ দিয়েছিলেন, সমস্ত সরকারি জমি দখল করে বসে আছে তা উদ্ধার করতে হবে। এ রাজ্যে অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন। ওই এলাকায় প্রান্তিক, তালতোর, সোনাঝুরি বিভিন্ন এলাকায় সরকারি জমি, ক্যানেল, কান্দর দখল করে কনস্ট্রাকশন করেছে বিখ্যাত, কুখ্যাত, অখ্যাত মানুষজনরা বলে অভিযোগ।
আরও পড়ুন: ফের নিম্নচাপ? পুজোয় কি ভাসবে বাংলা?
এবার সরকারি জমি দখল হওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, শান্তিনিকেতন এলাকায় প্রান্তিক, তালতোর, সোনাঝুরি বিভিন্ন এলাকায় সরকারি জমি, ক্যানেল, কান্দর দখল করে কনস্ট্রাকশন করেছে বিখ্যাত, কুখ্যাত, অখ্যাত মানুষজনরা। ইতিমধ্যেই এসএসডিএ (SSDA) সরকারি দফতরে এ ধরনের অভিযোগ জমা পড়েছে। বোলপুর পুরসভাতেও জমি দখলের অভিযোগ জানিয়েছে অনেকে। আমরা এর বিরুদ্ধে অ্যাকশান নেব। যারা সরকারি জমি, চ্যানেল দখল করে বহুতল নির্মাণ করেছে তাদের নোটিশ দেব। মাপঝোক করে ভেঙে গুড়িয়ে দেব।
দেখুন আরও অন্যান্য খবর: