কলকাতা, ২২ এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় মূল অভিযুক্ত আনসারের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল হয়েছিল বৃহস্পতিবার । হলদিয়ার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসারের ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । আনসারকে তিনি চেনেন বলে স্বীকারও করে নিয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর। আবার, আনসারের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে বুধবারই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আর এবার সেই আনসারের সঙ্গে একাধিক বিজেপি নেতার যোগের ছবি প্রকাশ্যে আনল তৃণমূল । আনসার বিজেপি নেতা বলে উল্লেখ করে টুইট করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তী, সুজিত বসু ।
জাহাঙ্গিরপুরী কাণ্ডের তদন্তে সামনে আসে বাংলার যোগ। ধৃত মহম্মদ আনসার দিল্লির বাসিন্দা হলেও, হলদিয়ায় তাঁর বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বছরে এক-দু’বার এখানে আসেন আনসার । মঙ্গলবারই মহিষাদল থানায় আসে দিল্লির পুলিশের একটি দল। প্রশাসন সূত্রের খবর, আনসার-সহ ধৃত ৫ জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসার। ধৃতদের মধ্যে আরও ৫ জনের সঙ্গে বাংলার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Businessman Kidnap: টালিগঞ্জে ভাড়া বাড়িতে রাখা হয়েছিল কুতুবউদ্দিনকে, ব্যবসায়ী অপহরণে নয়া তথ্য
বিজেপির প্রকাশ্যে আনা ছবিটিতে দেখা যায়, হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আজিজুল রহমানের সঙ্গে আনসার ঘনিষ্ঠ ভাবে বসে । তাঁর কাঁধে হাত রাখা আনসারের ছবি নিয়ে আজিজুলের বক্তব্য, তিনি রাজনৈতিক দলের নেতা । তাই যে কেউ তাঁর সঙ্গে ছবি তুলতেই পারেন ।