‘হিরোপন্তি’-র পুরনো নস্টালজিয়া ফিরতে চলেছে এবার সিক্যুয়েলেও। মুক্তি পেল ‘হিরোপন্তি ২’-এর নতুন গান ‘হুইসেল বাজা ২.০’।নতুন ভাবে গানটি কম্পোজ করেছেন এ আর রহমান। গেয়েছেন মিকা সিং ও নীতি মোহন।ছবির নতুন গান জুড়ে টাইগার শ্রফ তো রয়েছেনই।দেখা মিলেছে অভিনেতার ‘হিরোপন্তি’-র হিরোইন কৃতি স্যাননেরও। সব মিলিয়ে জমজমাট ‘হিরোপন্তি ২’-এর নতুন গান ‘হুইসেল বাজা ২.০’।ছবিতে কৃতি স্যানন নন, টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ছেন অভিনেত্রী তারা সুতারিয়া।ভিলেনের চরিত্রে নজর কাড়বেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।‘হিরোপন্তি ২’-এর ট্রেলার এবং আগের গানগুলি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।বক্সঅফিসে দুর্দান্ত ফল করবে ‘হিরোপন্তি ২’ এমনটাই বলছেন বলি বিশেষজ্ঞরা।কারণ সুপারহিট ছবির সমস্ত মাল মশলায় রয়েছে ‘হিরোপন্তি ২’ তে।ছবিতে যেমন রয়েছে টাইগার-তারা জুটির জমজমাট রোম্যান্স।তেমনই থ্রিল ও অ্যাকশনেরও মোটেও কমতি নেই।পাশাপাশি ভিলেন ‘লায়লা’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি যে ছবির বড় আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী শুক্রবার মুক্তি পাবে ‘হিরোপন্তি ২’।ছবি বক্সঅফিসে কেমন ফল করে সেদিকেই নজর রয়েছে আমাদের।
Html code here! Replace this with any non empty text and that's it.