নয়াদিল্লি: মানহানির মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকার। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অভিযোগের জেরে এই রায়। শুক্রবার দিল্লির সাকেত আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকারকে ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছেন। ফলে দুই বছরের কারাবাস অথবা জরিমানা অথবা দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে।
নর্মদা বাঁচাও আন্দোলন এবং তাঁর বিরুদ্ধে বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার জেরে পাটেকার সাক্সেনার বিরুদ্ধে ২০০০ সালে আইনি যুদ্ধ শুরু করেন। সাক্সেনা তখন আহমেদাবাদের স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবারটিজ এর প্রধান ছিলেন। অন্যদিকে টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা এবং সম্মানহানীকর প্রেস বিবৃতি দেওয়ার অভিযোগে সাকসেনাও পাটেকরের বিরুদ্ধে ২০০১ সালে দুটি মামলা করেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে কাকদ্বীপে সাধুসন্তদের মিছিল
সাক্সেনা দেশভক্ত নন কাপুরুষ। তিনি হাওয়ালা লেনদেনে যুক্ত। পাটেকারের এমন মন্তব্য শুধুমাত্র মানহানিকর নয়, ভ্রান্ত ধারণা তৈরি করে। পাটেকরের এমন আচরণ ইচ্ছাকৃত এবং বিদ্বেষপরায়ণ। অভিমত আদালতের।
দেখুন আরও অন্যান্য খবর: