কোচবিহার: রাজ আমলের নিয়ম মেনে শনিবার রাধাষ্টমী তিথিতে বড় দেবীর পুজো অনুষ্ঠিত হল। শুক্রবার রাতে ময়না কাঠ দণ্ড মদনমোহন মন্দির থেকে বড় দেবীর মন্দিরে নিয়ে আসা হয়। এদিন তা বড়দেবীর মন্দিরে ময়না কাঠ ট্রলিতে স্থাপন করা হয়। সেখানে বিশেষ পুজো ও পায়রাবলির পর তিনদিন হাওয়া খাওয়ানোর পর এই ময়না কাঠ দন্ডকে মেরুদন্ড করে এর উপর বাঁশ, কাঠ, খড় মাটি দিয়ে বড় দেবীর প্রতিমা গড়ার কাজ শুরু হবে। এদিনের এই পুজোতে উপস্থিত ছিলেন রাজ পরিবারের দুয়ার বক্সী অজয় কুমার দেববক্সী, জেলা শাসক পবন কাদিয়ান সহ অনান্যরা।
উল্লেখ্য, কোচবিহারের মহারাজাদের বিশ্ব সিংহর আমলে স্বপ্নাদেশে প্রায় ৫০০ বছর আগে এই বড় দেবীর পূজার সূচনা হয়ে ছিল। এই পুজোর এ বছরও ব্যতিক্রম হয়নি। প্রথাগত দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী, গনেশ, কার্ত্তিক ও সরস্বতী থাকলেও রক্তবর্ণা এই বড় দেবীর দুপাশে অধিষ্ঠিত হন জয়া এবং বিজয়া। সবুজ বর্ণের অসুর এবং বাহন হিসেবে দেবীর দু’পাশে বাঘ এবং সিংহ লক্ষ্য করা যায়। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জবাড়িতে ডাঙারাই মন্দিরে ময়না কাঠ পূজোর মধ্য দিয়ে এই বড় দেবীর পূজার সূচনা হয়ে ছিল।