ওয়েব ডেস্ক: নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুসহ (Kathmandu) বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল পরিবেশ। সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। হঠাৎ অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রতিবেশী দেশের প্রতি উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গের নদীয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) বাসিন্দাদের মধ্যে।
রানাঘাটের একাধিক মানুষ জানিয়েছেন, নেপাল প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণ। এভারেস্টের হাতছানি থেকে শুরু করে খেলাধুলা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা—সব কিছুতেই নেপাল গুরুত্বপূর্ণ। সেখানে এত মৃত্যু ও অস্থিরতা তাঁদের ব্যথিত করেছে।
আরও পড়ুন: ডুয়ার্সের জঙ্গল সাফাই নিয়ে অভিযোগ ব্যবসায়ীদের? কী বলছেন তাঁরা?
স্থানীয়দের আশা, দ্রুত শান্তি ফিরুক নেপালে। আবার যেন স্বাভাবিক ছন্দে ভ্রমণ, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় শুরু হয়। তাঁদের কথায়, “নেপাল আমাদের মনের খুব কাছের দেশ। যতদিন বাঁচব, নেপাল আমাদের হৃদয়ে থেকে যাবে।”
দেখুন আরও খবর: