skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeকলকাতাএবার বাজিতেও বসছে কিউআর কোড

এবার বাজিতেও বসছে কিউআর কোড

Follow Us :

দূষণ রুখতে এবার বাজির উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর কিছু দিন বাদেই কালীপুজো-দীপাবলি। তার আগেই বাজি কেনার হিড়িক পড়বে।  কিন্তু, বায়ু দূষণের বিষয়টি মাথায় রেখে এবার বাজিতে ব্যবহৃত উপাদান এবং বাজির প্যাকেটের গায়ে নির্দিষ্ট কিউআর কোড বসানোর হবে।

কী কী উপাদান দিয়ে বাজি তৈরি হল, সেই সব উপাদানের নাম বাজির প্যাকেটের গায়ে উল্লেখ করতে হবে বাজি প্রস্তুতকারক সংস্থাগুলিকে। এমনটাই শর্ত আরোপ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজির প্যাকেটের গায়ে থাকবে নির্দিষ্ট কিউআর কোড। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দিষ্ট অ্যাপ থেকে এই কিউআর কোড স্ক্যান করে বাজিতে ব্যবহৃত উপাদান সম্পর্কে জানতে পারবে পুলিশ প্রশাসন। উপাদানের গুণমান যথাযথ বজায় না থাকলে বাজি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : শব্দবাজিতে নিষেধাজ্ঞা, কালীপুজোয় রাত ৮টা থেকে দু’ঘণ্টা বাজিতে ছাড়

আলোর উৎসব দীপাবলিতে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র আলোর বাজিতে ছাড়পত্র দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে আলোর বাজিতেও বেরিয়াম, বেরিয়াম সল্ট এমনকি লেডের ব্যবহার করা যাবে না। এরই মধ্যে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল একমাত্র পরিবেশবান্ধব বাজির কথা বলেছে।  তবে তাতেও বাজির উপাদানের ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে। বাজির কারণে শ্বাসযন্ত্র সহ শরীরের বিভিন্ন সমস্যা আটকাতে এবং পরিবেশ দূষণ রোধে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ যথাযথ পালন হচ্ছে কি না তার উপর নজরদারি চালানো হবে।  বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

 

RELATED ARTICLES

Most Popular