Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাকড়া প্রশাসন, মাস্ক না পরার কারণে ২৭ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানা

কড়া প্রশাসন, মাস্ক না পরার কারণে ২৭ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানা

Follow Us :

কলকাতা : পুজোর পর থেকে করোনার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী। ফলে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দিকে দিকে চলছে পুলিশি অভিযান। বৃহস্পতিবারও চলল এই অভিযান। করোনাকালে মাস্ক না পরার কারণে ২৭ জন অসেচতন নাগরিককে মহামারী আইনে গ্রেফতার করল বাগুইআটি থানা।

প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। উৎসবের মরসুমে সাধারণ মানুষের মধ্যে অসচেতনতা ছবি ধরা পড়েছে। কারোর মুখে মাস্ক থাকলেও সেটি থুতনিতে ঝুলছে। কেউ আবার মাস্ক পরলেও নাক বেরিয়ে রয়েছে। আবার কারোর মাস্ক পকেটে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তা দিয়ে প্রচার চালালেও বার বার মানুষের মধ্যে উদাসীনতা ধরা পড়েছে।

আরও পড়ুন – করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, সংক্রমণ রুখতে নাগের বাজারে মাস্ক বিলি পুলিশের

মাস্ক না পরার কারণে গ্রেফতার

এমনই উদাসীন নাগরিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। বৃহস্পতিবার অভিযান চলানো হল বাগুইআটির নিকটবর্তী ৪ টি বাজারে। যার মধ্যে রয়েছে বাগুইহাটি বাজার, জগৎপুর বাজার, ঘোষপাড়া বাজার। এছাড়াও আরও বিভিন্ন বাজারে জনসচেতনতা মূলক প্রচার চালানো হয়। তবে শুধু বার্তা প্রচারেই থেমে থাকেনি প্রশাসন।

আরও পড়ুন – সাবধান! মাস্ক না পরলেই জরিমানা

যারা মাস্ক ব্যবহার করছেন না তাঁদেরকে গ্রেফতারও করা হয়েছে। মোট ২৭ জনকে বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মহামারী আইন ধারা মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular