কলকাতা: মুকুল রায়কে কিডন্যাপ করা হয়েছে। এই অভিযোগে এয়ারপোর্ট থানায় অভিযোগ দেয় ছেলে তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের। সোমবার বিকেল ৫টা নাগাদ কৃষ্ণনগরের বিধায়ক তথা তৃণমূলের প্রবীণ নেতা মুকুল রায়কে দুজন যুবক এসে নিয়ে যায় বলে অভিযোগ। এই খবর চাউল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিন শুভ্রাংশু বলেন, বিকেলে দুজন ছেলে বাবাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গিয়েছে জানি না। আমি এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছি। বীজপুর থানাতেও অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
এক সময়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি প্রথমে জাতীয় কর্মসমিতির সদস্য ও পরে সর্বভারতীয় সহ সভাপতি হয়েছিলেন। তাছাড়া ২০২১ এর নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। সুতরাং তাঁকে যদি কেউ এভাবে নিয়ে যায়, তা উদ্বেগের বটে।
তবে রাজনৈতিক মহলে জল্পনা হল, মুকুল রায় দিল্লিতে গিয়েছেন। অনেকের মতে মুকুল রায় আবার বিজেপিতে যোগদান করতে পারেন। এ বিষয়ে শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। দিল্লিতে নিয়ে গিয়েছে না কি অন্য কোথাও তাও জানি না। সেই জন্য পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি।
রাজনৈতিক মহলের মতে, মুকুল রায় যদি বিকেলের বিমানে দিল্লি গিয়ে থাকেন তা হলে সে খবর চাপা থাকবে না।
উল্লেখ্য, মুকুল রায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মস্তিষ্কে সামান্য জল জমেছিল। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। এরই মধ্যে তার দিল্লি যাওয়া সম্ভব নয়।