Sunday, August 3, 2025
HomeকলকাতাMamata Banerjee: চারদিনের দিল্লি সফরে মমতা, কী কী কর্মসূচি জেনে নিন 

Mamata Banerjee: চারদিনের দিল্লি সফরে মমতা, কী কী কর্মসূচি জেনে নিন 

Follow Us :

কলকাতা: চারদিনের দিল্লি (Delhi) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জি ২০ (G20) বৈঠকে যোগ দিতে সোমবার রাজধানী যাচ্ছেন তিনি। মঙ্গলবার সেখান থেকেই চলে যাবেন রাজস্থানের (Rajasthan) আজমের এবং পুষ্করে। বুধবার তৃণমূল (TMC) সাংসদদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর (CM)। 

সোমবার রাজধানী পৌঁছেই প্রথমে রাষ্ট্রপতি ভবনে চলে যাবেন মমতা। সেখানেই হবে জি ২০ বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গে কিংবা অন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রী বা হেভিওয়েট নেতার সঙ্গে মমতার বৈঠক হলেও হতে পারে। সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পরের দিন সকালেই রাজস্থানের উদ্দেশে বেরিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Congress steering committee: মোদি সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ আনবে কংগ্রেস 

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে প্রস্তুতি সেরে নিয়েছে অশোক গেহলটের প্রশাসন। মমতার আজমের (Ajmer) এবং পুষ্করে (Pushkar) যাওয়ার জন্য বিশেষ রুটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাঁর নিরাপত্তায় ছায়াসঙ্গীর মতো লেগে থাকবে রাজস্থান পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা থেকে পাঁচ আধিকারিক পৌঁছে গিয়েছেন পুষ্করে। 

জানা গেছে, পুষ্করের ব্রহ্মা মন্দির দেখতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাঞ্চল্যকর ব্যবস্থা নিল গেহলট সরকার। মমতার মন্দির দর্শনের সময় কোনও সাধারণ মানুষ ঢুকতে পারবে না বলে জানানো হয়েছে। গেহলটের এই সৌজন্য বোধের তারিফ করছে রাজনৈতিক মহল। 

মঙ্গলবারই রাজস্থান থেকে দিল্লি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। বুধবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের ভূমিকা কী হতে চলেছে, তার খসড়া তৈরি হবে ওখানেই। এবারের সফরে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী।    

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39