Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMidnapore: ২ বছর পর উরস উৎসবে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন মেদিনীপুরে

Midnapore: ২ বছর পর উরস উৎসবে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন মেদিনীপুরে

Follow Us :

মেদিনীপুর: প্রায় দুবছর পর মেদিনীপুরে আন্তর্জাতিক উরস উৎসবে বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন এসে পৌঁছল। বৃহস্পতিবার ২২০০ জন পুণ্যার্থী নিয়ে বাংলাদেশের পুণ্যার্থী স্পেশাল ট্রেনে ভোর ৫টা নাগাদ মেদিনীপুর ষ্টেশনে পৌঁছতেই তাঁদের স্বাগত জানাল মেদিনীপুর পুরসভা৷ এরপরই শহরের উরস উৎসবে তাঁদের নিয়ে যাওয়া হয়৷ করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে এই পুণ্যার্থী স্পেশাল বাংলাদেশী ট্রেন মেদিনীপুরে আসতে পারেনি৷ 

১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুর শহরে মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে আন্তর্জাতিক উরস উৎসব৷ করোনা পর্ব শেষ হতেই এই উৎসবের আয়োজন বড় করে করা হয়েছে৷ গত দুবছর এই উৎসবের বহর ছোটো হয়ে গিয়েছিল করোনার কারনে৷ প্রতিবছর এই উৎসবে ভারতের বিভিন্নপ্রান্তের লোকজন সহ বাংলাদেশের কয়েক হাজার পুণ্যার্থী এখানে হাজির হয়ে থাকেন৷ গত দুবছর করোনার কারনে এই পুন্যার্থীরা উপস্থিত হতে পারেনি মেদিনীপুরে৷ অবশেষে পরপিস্থিতি স্বাভাবিক হতেই উপস্থিত হয়েছেন তাঁরা৷

আরও পড়ুন:Tripura Assembly Election 2023: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, শুরু ভোট গ্রহনের প্রক্রিয়া

মেদিনীপুর ষ্টেশনে আগে থেকেই পুণ্যার্থীদের স্বাগত জানাতে তৈরি ছিল মেদিনীপুর পুরসভা৷ ভারতীয় রেল তাদের নিয়ম মতো হাজির করে মেদিনীপুর ষ্টেশনে৷ তারপরে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা ষ্টেশনে তাঁদের অভ্যর্থনা জানিয়ে উরস উৎসব প্রাঙ্গনে পাঠানোর ব্যাবস্থা করেন৷

RELATED ARTICLES

Most Popular