Sunday, August 17, 2025
HomeকলকাতাPresident Droupadi Murmu | রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শহরে, সকাল থেকে নিরাপত্তা...

President Droupadi Murmu | রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শহরে, সকাল থেকে নিরাপত্তা আঁটসাঁট

Follow Us :

কলকাতা: এই প্রথম দু’দিনের রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। নবান্ন সূত্রে খবর, ২৭ মার্চ, সোমবার সকালে রাষ্ট্রপতি কলকাতায় এসে পৌঁছবেন। বিকেলেই রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যপাল সিভি আনন্দ বোস (WB Governer CV Ananda Bose)। 

ওই সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা রয়েছে দ্রৌপদী মুর্মুর।। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবন দর্শনেও যাবেন তিনি। সেখান থেকে তিনি যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, সেখানে ঘুরে দেখবেন তিনি। এরপর একটি ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামিকাল, মঙ্গলবার, ২৮ মার্চ সকালে তিনি বেলুড় মঠে যাবেন। তারপর তাঁর যাওয়ার কথা রয়েছে শান্তিনিকেতন। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন বলে জানা গিয়েছে। শান্তিনিকেতন থেকেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: Microsoft | Search Engines | মাইক্রোসফটের হুঁশিয়ারি, বিং ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করলে, প্রতিদ্বন্দ্বীদের লাইসেন্স বাতিল

নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যেতে পারেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবনে। সেখানে নেতাজির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করার কথা তাঁর। সেখান থেকে জোড়াসাঁকোয় যেতে পারেন দ্রৌপদী। ঘুরে দেখতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়ি। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। পরদিন ২৮ মার্চ সকালে তাঁর বেলুড় মঠে যাওয়ার কথা। সেখান থেকে দ্রৌপদীর সম্ভাব্য গন্তব্য বীরভূমের শান্তিনিকেতন। রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই বিভিন্ন জায়গায় পুলিশি টলহদারি চলছে। জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা।

জেলা প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা। সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জওহরবেদিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদীর। সেই অনুষ্ঠানে থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36