skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশবায়ুসেনা ঘাঁটিতে হামলার জের, শ্রীনগরে নিষিদ্ধ ড্রোন

বায়ুসেনা ঘাঁটিতে হামলার জের, শ্রীনগরে নিষিদ্ধ ড্রোন

Follow Us :

শ্রীনগরে: জম্মুর বায়ুসেনা ঘাঁটির মতো ড্রোন হামলা আটকাতে কড়া পদক্ষেপ নিল শ্রীনগর প্রশাসন৷ শহরে নিষিদ্ধ হল ড্রোনের ব্যবহার ও বিক্রি৷ এমনকী বাড়িতে ড্রোন রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ সম্প্রতি এই নির্দেশিকা জানিয়েছেন জেলাশাসক মহম্মদ আইজাজ৷৷

নির্দেশিকায় বলা হয়েছে, শহরের নিরাপত্তার খাতিরে ড্রোন রাখা, ব্যবহার এবং বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যাঁদের কাছে ড্রোন ক্যামেরা বা এই ধরনের কোনও আনমেনড অ্যারিয়েল ভেহিকেল আছে, তাঁরা যেন নিকটবর্তী থানায় গিয়ে সেটি জমা দিয়ে আসেন৷

আরও পড়ুন: চিকিৎসকদের ভারতরত্ন দেওয়ার দাবি কেজরির

গত সপ্তাহে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের সাহায্যে পর পর হামলা হয়৷ হামলায় বড় ক্ষয়ক্ষতি না হলেও অনেকেই আহত হন৷ জঙ্গিদের মদত করতে ড্রোনের সাহায্যে সীমান্তের এপাড়ে অস্ত্র, মাদক ও টাকা পাচার হলেও হামলার ঘটনা এই প্রথম৷ আর এই ঘটনা কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়৷ কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেদিনের হামলার পরেও কালুচকে ভারতীয় সেনা ঘাঁটির আশেপাশে চক্কর কাটতে দেখা যায় একাধিক ড্রোন৷ হঠাৎ করে উপত্যকায় ড্রোনের উৎপাত বেড়ে যাওয়ায় ঘুম উড়ে যায় কাশ্মীরের পুলিশ ও প্রশাসনের কর্তাদের৷ এর পরই ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করার পথে হাঁটল শ্রীনগর প্রশাসন৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, ড্রোনের অপব্যবহার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ঘনবহুল এলাকার আকাশপথকে সুরক্ষিত রাখতে শ্রীনগরের সমস্ত ধরনের সামাজিক ও সাংস্কৃতিক জমায়েতে ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করা হল৷ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় এই সিদ্ধান্ত৷

আরও পড়ুন: জোট ছাড়াই একা লড়তে সক্ষম দল, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির

তবে সরকারি দফতরকে বিভিন্ন সেক্টরে নানা সমীক্ষা বা নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করতে হয়৷ সেক্ষেত্রে স্থানীয় থানাকে আগে জানিয়ে রাখতে হবে৷ নির্দেশের অমান্য হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়৷

RELATED ARTICLES

Most Popular