skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরRampurhat Murder: বীরভূমে তৃণমূলের উপ প্রধানকে খুনের ঘটনায় আটক ১

Rampurhat Murder: বীরভূমে তৃণমূলের উপ প্রধানকে খুনের ঘটনায় আটক ১

Follow Us :

রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে (Rampurhat) তৃণমুলের উপপ্রধানকে খুনের (Rampurhat TMC Murder) ঘটনায় আটক এক। সোমবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করে পুলিস (Rampurhat Police Station) । ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ব্যারিকেড ও ইট দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে থমথমে অবস্থা এলাকায়।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বগটুই গ্রামে বসানো হয়েছে পুলিস পিকেট। চলছে পুলিসি টহলদারি।

পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম হানিফ সেখ।বাড়ি রামপুরহাটের ভাড়শালায়।ঘটনার তদন্ত শুরু করে সোমবার সন্ধায় তাকে বাড়ি থেকে আটক করা হয়।পুলিসের প্রাথমিক অনুমান, উপপ্রধান খুনের ঘটনায় তার যোগাযোগ রয়েছে।

সোমবার সন্ধায় বীরভূমের রামপুরহাটে বোমা মেরে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের (TMC Leader Murder) গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।খুনের ঘটনায় পুরনো রাজনৈতিক শত্রুতা থাকতে পারে বলে অনুমান তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের ।তাঁর  দাবি, উপ প্রধানের দায়িত্ব পাওয়ার পর ভাদু শেখ ভালো কাজ করছিল৷ এলাকায় শান্তি ফিরিয়ে এনেছিল৷ এ কারণেই হয়তো কেউ বা কারা তাঁকে খুন করেছে৷ তবে, দোষীদের কটোর শাস্তির ব্যবস্থা করবে পুলিস-প্রশাসন৷

আরও পড়ুন LPG Gas Price Hike: ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, সমস্যায়

প্রত্যক্ষদর্শী লালন শেখের বক্তব্য, আমাদের পাশেই বসে ছিলেন উপ প্রধান৷ বাইকে চেপে চার পাঁচ এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে৷ বোমা মারে৷ আমাদের দিকে বোমা ছোঁড়া হয়৷ তারা কারা আমি জানি না৷ আমাদের দিকে বোমা ছুঁড়তে পালিয়ে যায়৷

আপাতত এক জনকে আটক করতে পেরেছে পুলিস।তাকে জিজ্ঞসাবাদ করা হবে। ঘটনায় কোনও রাজনৈতিক সংঘর্ষের যোগাযোগ আছে কি না সে বিষযে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিস৷

আরও পড়ুন Petrol-Diesel Price Hike: দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জেনে নিন কলকাতার নয়া দাম

RELATED ARTICLES

Most Popular