Friday, July 5, 2024

HomeCurrent NewsRampurhat Violence: রামপুরহাট হিংসার CBI তদন্ত শুরু, বগটুই গ্রামের পোড়া বাড়িঘর থেকে...

Rampurhat Violence: রামপুরহাট হিংসার CBI তদন্ত শুরু, বগটুই গ্রামের পোড়া বাড়িঘর থেকে নমুনা সংগ্রহ 

Follow Us :

রামপুরহাট: সোনা ওরফে সঞ্জু শেখের বাড়ি থেকেই বীরভূমের রামপুরহাট হিংসার (Rampurhat Violence) তদন্ত প্রক্রিয়া শুরু করল সিবিআই (Rampurhat Violence CBI)। রামপুরহাট হিংসায় যে আট জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে, তার মধ্যে সোনা শেখের বাড়িরই সাত সদস্য রয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১১টা নাগাদ ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল বগটুই গ্রামে পৌঁছনোর পরেই তদন্তের কাজ শুরু হয়। তার অনেক আগেই সিবিআইয়ের পৃথক আর একটি দল পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে। অখিলেশ সিংয়ের উপস্থিতি সিবিআইয়ের দলটি প্রথমে সোনা শেখের বাড়িতে ঢোকে। দিল্লি থেকে আসা কেন্দ্রীয় ফরেনসিক দলের আধিকারিকরাও সেখানে ছিলেন। বাড়ির চতুর্দিক থেকে নমুনা সংগ্রহ ছাড়াও ছবি তোলা হয়। গ্রামের আর যে বাড়িগুলিতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, ঘুরে ঘুরে সেখান থেকেও তাঁরা নমুনা নেন।

সিট বগটুই গণহত্যার তদন্ত করতে সোনা শেখের বাড়িতে গিয়ে, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার পায়নি। যদিও গ্যাস সংযোগ ছিল। তদন্তকারীদের ধারণা, বড় ধরনের বিস্ফোরণ ঘটে যেতে পারে, সেই আশঙ্কাতেই পরিকল্পিত ভাবে গ্যাস সিলিন্ডার সরিয়ে দিয়েছিল চক্রীরা।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবারই সিবিআইয়ের হাতে রামপুরহাট হিংসার তদন্তভার তুলে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে শুক্রবারই রামপুরহাটে পৌঁছে যায় সিবিআইয়ের ৩০ সদস্যের একটি টিম। সন্ধ্যায় বগটুই গ্রামের ঘটনাস্থলও তারা রেইকি করে যায়। তবে, তদন্তপ্রক্রিয়া শুরু হল এদিনই।

আরও পড়ুন  Rampurhat Violence CBI Live: সোনা শেখের বাড়িতে ভিডিয়োগ্রাফি…

ডিআইজি-সিবিআই অখিলেশ সিং এ দিন বগটুই গ্রামে পৌঁছনোর আগে গিয়েছিলেন রামপুরহাট থানায়। সেখানে সিটের প্রতিনিধিরা ছাড়া জেলা পুলিসের কর্তারা ছিলেন। আদালতের নির্দেশমতো যাবতীয় নথি সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। সেইমতো সিবিআইয়ের তরফে এফআইআর করা হয়েছে। রামপুরহাট থানা থেকেই সরাসরি বগটুই গ্রামে পৌঁছে যান সিবিআই কর্তা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল বগটুই গ্রামে পৌঁছনোর পরেই তদন্তের কাজ শুরু হয় 

আরও পড়ুন Rampurhat Violence: এখনও থমথমে বগটুই, আজ গ্রামে…

গত সোমবার তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের একাধিক বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। রামপুরহাট-১ ব্লকের বড়শল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ভাদু। তৃণমূলের উপপ্রধান খুনের সঙ্গে অগ্নিকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি ভাদু শেখ খুনের প্রেক্ষাপট নিয়েও কাটাছেঁড়া করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
রামপুরহাটের হিংসায় তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা। বয়ান নেওয়া হবে ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট গঠন করা হয়েছিল। কিন্তু, সিটের তদন্তে শেষ পর্যন্ত আস্থা দেখাতে পারেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে কারণে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

 

RELATED ARTICLES

Most Popular