skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeদেশPrashant Kishor: ১০ জনপথে দফায় দফায় বৈঠক, কংগ্রেসে পিকের পোর্টফলিও সোনিয়া হাতে

Prashant Kishor: ১০ জনপথে দফায় দফায় বৈঠক, কংগ্রেসে পিকের পোর্টফলিও সোনিয়া হাতে

Follow Us :

নয়াদিল্লি: ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো চলছে৷ শুধু সোনিয়া গান্ধীর সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা৷ তিনি সবুজ সংকেত দিলেই প্রশান্ত কিশোরের যোগদানের দিনক্ষণ পাকা করে ফেলবে কংগ্রেস৷ যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, ভোট কুশলীকে দলে টানার ব্যাপারে তাড়াহুড়ো চান না সোনিয়া৷ সমস্ত দিক গভীরভাবে অনুধাবনের পরই তিনি সিদ্ধান্ত নিতে চান৷ তাই দফায় দফায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন৷ কথা বলছেন প্রিয়াঙ্কা এবং রাহুলের সঙ্গেও৷

প্রশান্ত কিশোরকে শুধু ভোট কুশলী হিসেবে চাইছে না কংগ্রেস৷ তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কংগ্রেসের শীর্ষস্তর থেকে৷ পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের রণকৌশল ঠিক করার আবেদনও জানানো হয়৷ কংগ্রেসে যোগ দিলে প্রশান্ত কিশোরকে কোনও পদ দেওয়া হবে কি না বা তিনি ভোটে তিনি লড়বেন কি না অথবা তাঁর যোগদানে কংগ্রেস আর কী কী ভাবে লাভবান হতে পারে ইত্যাদি নানা বিষয় উঠে আসছে আলোচনায়৷ দলের নেতারা এখন ঘনঘন ছুটছেন ১০ জনপথে৷ মঙ্গলবার দুই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, কমলনাথের সঙ্গে সোনিয়ার বাসভবনে যান প্রশান্ত কিশোরও৷

এর আগে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে চারঘণ্টা আলোচনা করেন পিকে৷ কংগ্রেস নেতা বেণুগোপাল জানান, দুই পক্ষই সহমতের ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছে৷ উল্লেখ্য, গত বছর থেকেই প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা শুরু হয় কংগ্রেসের৷ কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধের জেরে তা ভেস্তে যায়৷ কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবির পর গত মাসেই ফের কংগ্রেস ভোট কুশলীর সঙ্গে আলোচনা শুরু করে৷

ভোট কুশলী হিসেবে তিনি অদম্য তা বারবার প্রমাণ করেছেন প্রশান্ত কিশোর৷ নরেন্দ্র মোদি, নীতীশ কুমার, অমরেন্দ্র সিং, জগনমোহন রেড্ডি, অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন এবং প্রত্যেককে জিতিয়েছেন৷ দীর্ঘদিন জয়ের স্বাদ না পাওয়া কংগ্রেস এখন পুনরুজ্জীবনে প্রশান্ত কিশোরকে চাইছে৷ এর মধ্যে বেশ কয়েকবার তিনি গান্ধীদের সঙ্গে বৈঠক করেছেন৷ চলতি বছর বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে৷ ওই নির্বাচনগুলি নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানান৷ এ ছাড়া গান্ধীদের বেশ কিছু পরামর্শ দেন৷ যার মধ্যে রয়েছে বুথস্তর পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমিউনিকেশন টিম তৈরি, প্রত্যেক কেন্দ্রে দলের দূর্বল জায়গা খুঁজে বের করা, মেরুকরণের রাজনীতির মোকাবিলায় সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা ইত্যাদি৷

আরও পড়ুন: PM Modi Roadshow: মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেদাবাদে মোদির রোড শো

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | বৃষ্টি ভিজেই রথযাত্রার সূচনা করলেন মমতা
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
Bolpur Insident | বোলপুরকাণ্ডের নেপথ্যে 'পরকিয়া তত্ত্ব'? কী জানাচ্ছে পুলিশ?
12:56
Video thumbnail
Amarnath Yatra Rain | টানা বৃষ্টিতে থমকে অমরনাথ, চারধাম যাত্রা কবে থেকে চালু হবে?
23:36
Video thumbnail
Paper Leak | ফের পেপার লিক বিতর্ক, বড় সমস্যায় সরকার ?
02:01:50
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 LIVE | এক্সক্লুসিভ জগন্নাথ দর্শন পুরী থেকে সরাসরি
02:35:59
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
03:00:35
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
03:24