skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাWeather Forecast: রবিবার ফের বৃষ্টি, কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি...

Weather Forecast: রবিবার ফের বৃষ্টি, কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

Follow Us :

কলকাতা: শনিবারও যে পরিমাণ বৃষ্টিতে ভিজেছিল শহর রবিবার সকালে তা বোঝার উপায় নেই। সকাল ৬টা থেকেই একেবার রোদ ঝলমলে আকাশ। পুজোর আগে ছুটির দিনে এমন পরিষ্কার আকাশ যে পুজোর শপিংয়ের জন্য একেবারে আদর্শ তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হাওয়া অফিস বলছে অন্য কথা। গত কয়েক দিনের মতো আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই অবশ্য এর প্রমাণ মিলেছে, কখনও রোদ কখনও আবার মেঘ উঁকি দিচ্ছে রবিবারের আকাশে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গয়া থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই রবিবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:পুজোর দিনগুলিতে সারারাত চলবে মেট্রো, রইল সময়সূচি

এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে পুজোর আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।          

RELATED ARTICLES

Most Popular