Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদন'দ্যা কাশ্মীর ফাইলস'কে পিছনে ফেলে ভারত থেকে অস্কারে মনোনীত গুজরাটি ছবি

‘দ্যা কাশ্মীর ফাইলস’কে পিছনে ফেলে ভারত থেকে অস্কারে মনোনীত গুজরাটি ছবি

Follow Us :

 পরিচালক রাজামৌলি ও বিবেক অগ্নিহোত্রীর ছবিকে পিছনে ফেলে প্যান নলিন পরিচালিত গুজরাটি ছবি ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি হিসেবে জায়গা করে নিয়েছে। নলিন পরিচালিত এই ছবির নাম ‘ছেল্লো শো’। ছবিটির ইংরেজি নাম ‘লাস্ট ফিল্ম শো’। গতকাল, মঙ্গলবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছে। পরিচালক প্যান নলিন টুইট করে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতীকৃতজ্ঞতা এবং জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো লিখেছেন,’এখন আমি আবার নিঃশ্বাস নিতে পারি এবং চলচ্চিত্রের উপর বিশ্বাস করতে পারি যা বিনোদন, অনুপ্রেরণা এবং একইসঙ্গে আলোকিত করে।’ প্রসঙ্গত, গুজরাটি ভাষার এই ছবিটি বহু দেশে চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল এবং বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ছবিটি। ডিজিটাল যুগের সূচনা কিভাবে চলচ্চিত্র প্রোডাকশনে বিপ্লব এনেছে মূলত তা নিয়েই ছবিটি তৈরি হয়েছে। আগামী ১৪ অক্টোবর গুজরাটসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। ‘ছেল্লো শো’ ছবিটি ‘ট্রিপল আর’ এবং ‘কাশ্মীর ফাইলস’ ছবি দুটিকে পিছনে ফেলে অস্কার প্রতিযোগিতায় ভারত থেকে নির্বাচিত হলো। অনেকেরই ধারণা ‘চলচ্চিত্র’ নিয়ে তৈরি এই ভারতীয় ছবিটি অস্কারের দৌড়ে অনেকটা এগিয়ে থাকতে পারে।

RELATED ARTICLES

Most Popular