Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMangolkote: স্বনির্ভর মহিলাদের গালিগালাজ গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের, বিডিওকে নালিশ

Mangolkote: স্বনির্ভর মহিলাদের গালিগালাজ গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের, বিডিওকে নালিশ

Follow Us :

দরকার হলে দেহ ব্যবসা করে স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) মহিলাদের ঋণ মেটাতে বললেন মঙ্গলকোট (Mongolkote) গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার। তাঁদের সঙ্গে অশালীন ব্যবহারেরও অভিযোগ উঠেছে ওই ব্যাঙ্ক কর্তার বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিডিওর কাছে স্মারকলিপি দিলেন মহিলারা। কয়েকশো মহিলা এদিন বিক্ষোভ দেখান বিডিও অফিসে (BDO Office)। ওই ব্যাঙ্ক ম্যানেজারের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিডিও জগদীশ চন্দ্র বারুই বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হবে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বিভিন্ন জিনিস বানান। পরে সেসব জিনিস তাঁরা বিক্রি করেন। সেইমতোই মঙ্গলকোটের কাশেমনগর বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক থেকে মহিলারা ঋণ নেন। দীর্ঘ দুবছর ধরে করোনার কারণে মহিলারা ঋণ শোধ করতে পারছিলেন না। অনেকে কম কিস্তিতে ঋণ শোধ করছিলেন। এতেই মেজাজ বিগড়ে যায় ব্যাঙ্ক ম্যানেজারের। তিনি অশ্লীল ভাষায় মহিলাদের গালিগালাজ করেন। মহিলারা জানান, ওই ম্যানেজার তাঁদের দেহ ব্যবসা করে ঋণ পরিশোধের কথা বলেন। তাঁর মুখে এ ধরনের কথা শুনে তাঁরা বিস্মিত হয়ে যান। এদিন তাঁরা দল বেঁধে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে যান। বিডিও তাঁদের কথা মন দিয়ে শুনেছেন বলে দাবি মহিলাদের।

RELATED ARTICLES

Most Popular