Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSchool Shooting: রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য

School Shooting: রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনায় চাঞ্চল্য

Follow Us :

রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় পাঁচ পড়ুয়া সহ প্রায় তেরো জনের মৃত্যু হয়েছে।  সোমবার মধ্য রাশিয়ার ইজেভস্কের একটি স্কুলে আচমকাই বেপরোয়া হামলা চালায় এক বন্দুকবাজ। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ২০ জন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, হামলার পর নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয় ওই বন্দুকবাজ। 

প্রাথমিক তদন্ত রিপোর্টে সোমবার বন্দুক নিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করেন। নিহতদের মধ্যে স্কুলের দুই শিক্ষক আর দুই  রক্ষীও রয়েছেন। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার পরে স্কুলটি খালি করে দেওয়া হয়। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। 

মস্কো শহর থেকে অন্তত ৯৬০ কিলোমিটার দূরে উদুমুরশিয়া অঞ্চলের ইজেভস্কের শহরে আচমকা স্কুলের মধ্যে এমন ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী নাৎসি চিহ্ন লাগানো কালো রঙের পোশাক আর মাথা ও ঘাড় পর্যন্ত ঢাকা টুপি পরেছিল। ঘটনার পর ওই বন্দুকবাজ যে গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয় তা এক বিবৃতিতে জানিয়েছেন উদুমুরশিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেকালভ। 

বিবিসি সূত্রে জানা গিয়েছে, স্কুলটি শহরের একেবারে কেন্দ্রে সরকারি দফতরের লাগোয়া হওয়ায় ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। সম্প্রতি ইউক্রেনে নতুন করে সেনা পাঠানোর কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যার জেরে রাশিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এহেন পরিস্থিতিত শহরাঞ্চলের একটি স্কুলে বন্দুকবাজের এরকম নৃশংস হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।

RELATED ARTICLES

Most Popular