Placeholder canvas

Placeholder canvas
Homeরাজনীতিবিজেপির ছোঁয়া লাগা শিশির অধিকারীর পুজো উদ্বোধনে নাম তৃণমূল নেতাদের

বিজেপির ছোঁয়া লাগা শিশির অধিকারীর পুজো উদ্বোধনে নাম তৃণমূল নেতাদের

Follow Us :

দীপঙ্কর মণ্ডল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে থাকবেন না ঠিকই, কিন্তু তাঁর সাংসদ পিতা শিশির অধিকারী উদ্বোধন করবেন পুজো মণ্ডপ। বিরোধী দলের ছোঁয়াচ এড়াতে সেই পুজো বয়কট করল তৃণমূল। শিশিরবাবু যে পুজোয় ফিতে কাটবেন, তার ত্রিসীমানায় না থাকার কথা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাতে হল পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল ব্লক সভাপতিকে। শিশিরবাবুর অনুষ্ঠানে কেন দলের নেতাদের নাম জড়াল তা নিয়ে রিপোর্ট তলব করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব।  

উপকূল এলাকার খেজুরি তেঁতুলতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোয় উদ্বোধক করেছে কাঁথির সাংসদকে। মহাষষ্ঠীর বোধনে হাজির থেকে ফিতে কাটার আশ্বাস দিয়েছেন শিশিরবাবু। আমন্ত্রণপত্র ছাপার পর তা বিলিও হয়ে গিয়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে তোরণ। ব্যানার পোস্টারে জ্বলজ্বল করছে শুভেন্দুর সাংসদ পিতার ছবি। কিন্তু শিশিরবাবুর বিজেপি ঘনিষ্ঠতার কথা সর্বজনবিদিত। তৃণমূলের সাংসদ হলেও তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থেকেছেন। তাঁর সংসদ পদ খারিজের আবেদন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতে শিশিরবাবুর সঙ্গে এক ফ্রেমে আসতে চান না তৃণমূল নেতারা। 


কিছুদিন আগে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের খেজুরি এক ব্লকের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিমান নায়ক। দলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে ঘোষিত হয়েছে ব্লক সভাপতিদের তালিকা। দলের খেজুরি দুই ব্লকের সভাপতি করা হয়েছে শ্যামল মিশ্রকে। সোমবার দু’জনেই একটি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন। দু’জনের দাবি তেঁতুলতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের নাম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তি ছড়াতে রাখা হয়েছে। ওই অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন না বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পুজো উদ্যোক্তারা দাবি করেছেন, দুই তৃণমূল নেতার অনুমতি নিয়েই কার্ড ছাপানো হয়। তবে খেজুরি এক ও দুই ব্লকের তৃণমূল সভাপতির দাবি, তাঁদের জিজ্ঞেস না করেই শিশিরবাবুর অনুষ্ঠানে নাম ছাপানো হয়েছে। বিষয়টি শুধু আর জেলার মধ্যে আবদ্ধ নেই। খবর এসেছে কলকাতার তৃণমূল ভবনে। শাসকদলের এক রাজ্য নেতার বক্তব্য, সামনে পঞ্চায়েত ভোট। গত বিধানসভা ভোটে খেজুরি-নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি আসনে হেরেছে তৃণমূল। নন্দীগ্রামের জেলায় মোট ১৬ টি বিধানসভা। খেজুরি-নন্দীগ্রাম ছাড়াও হলদিয়া, কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, ভগবানপুর, ময়নায় বিজেপির কাছে হেরেছে তৃণমূল। এখন চলছে ড্যামেজ কন্ট্রোল। এই অবস্থায় এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sunil Chhetri | ভারতীয় ফুটবলে যুগের অবসান, ৬ জুন শেষ ম্যাচ খেলে অবসর সুনীল ছেত্রীর
03:38:43
Video thumbnail
Mamata Bnerjee | ইন্ডিয়া জোটে আছি, থাকব : মমতা
01:17:56
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
00:00
Video thumbnail
Fourth Pillar | বিচারকদের গলায় উল্টো সুর, পরিবর্তনের হাওয়া কি বিচার ব্যবস্থাও টের পেয়েছে?
14:59
Video thumbnail
আজকে (Aajke) | দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান
10:32
Video thumbnail
বাংলার ৪২ | বসিরহাটে কোন দল এগিয়ে?
04:52
Video thumbnail
Politics | পলিটিক্স (16 May, 2024)
13:20
Video thumbnail
Mamata Banerjee | 'ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদল', হলদিয়া থেকে ‘গদ্দার’ তোপ মমতার
03:44:05
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব-৭) | Arvind Kejriwal | কেজরিওয়াল আর আন্না হাজারেতে ফাটল কেন?
05:11:46