skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবিজেপিকে ভোট দেওয়ায় জল দিচ্ছে না তৃণমূল, অভিযোগ বাসিন্দাদের
Drinking Water Crisis

বিজেপিকে ভোট দেওয়ায় জল দিচ্ছে না তৃণমূল, অভিযোগ বাসিন্দাদের

সন্দেশখালির হাল করে দেওয়া হবে, হুমকি দিচ্ছে তৃণমূল, অভিযোগ বাসিন্দাদের

Follow Us :

ইলামবাজার:  বিজেপিকে ভোট দেওয়ায় জল দিচ্ছে না তৃণমূল, অভিযোগ বাসিন্দাদের। অভিযোগ, বিজেপিকে ভোট দিয়েছে, এই সন্দেহে ইলামবাজারের মুর্গাবনি গ্রামে তিরিশটি পরিবারকে স্থানীয় কল থেকে পানীয় জল নিতে দেওয়া হচ্ছে না। আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ফল প্রকাশের পর সন্দেশখালির হাল করে দেওয়া হবে বলে তৃণমূল হুমকি দিচ্ছে। ১৩ মে ভোটের পরদিন থেকে এই অবস্থা চলছে বলে গ্রামের বাসিন্দাদের অভিযোগ। বৃহস্পতিবার গ্রামে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনাস্থলে যান বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: প্রচারে মাঝেই আক্রান্ত হিরণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এদিন গ্রামের বাসিন্দারা জানান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে ভোটের পরদিন থেকে তৃণমূলের এই তাণ্ডব চলছে। কলের সামনে এবং পুকুরের ধারে তৃণমূল বাহিনী পাহারা দিচ্ছে। রবি অবশ্য বলেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। বিজেপি অশান্তি সৃষ্টির চক্রান্ত করছে। বিজেপি প্রার্থী পিয়া সাহা বলেন, ফল প্রকাশের পর আমরাও দেখে নেব।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular