Placeholder canvas

Placeholder canvas
HomeদেশGujarat Assembly Election 2022: গুজরাতবাসীকে ভোটদানে উৎসাহ দিতে টুইট মোদির, সরকার বদলের...

Gujarat Assembly Election 2022: গুজরাতবাসীকে ভোটদানে উৎসাহ দিতে টুইট মোদির, সরকার বদলের ডাক রাহুলের

Follow Us :

আমেদাবাদ: গুজরাতে প্রথম দফার ভোটে সাধারণ মানুষকে বিশেষ করে নবযুবক ভোটারদের বিপুল পরিমাণে এগিয়ে এসে মতদান করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এক টুইটে প্রবল উৎসাহে ভোটদানের আবেদন জানান গুজরাতবাসীকে। টুইটে রাহুল লিখেছেন, রোজগারের জন্য, সস্তায় গ্যাস সিলিন্ডারের জন্য, কৃষকের ঋণ মকুবের জন্য ভোট দিন। গুজরাতের প্রগতিশীল ভবিষ্যতের দিকে তাকিয়ে সকলে ভোট দিন এবং গণতন্ত্রের এই পর্বকে সাফল্যমণ্ডিত করুন। এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪.৯২ শতাংশ।

একইভাবে টুইটে গুজরাতবাসীর কাছে আবেদন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত গুজরাত বিধানসভার প্রথম দফার ভোট। মোট ১৮২টি আসনের মধ্যে এদিন ৮৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সৌরাষ্ট্র-কচ্ছ ও দক্ষিণ গুজরাতের একাংশের ১৯টি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই নিজ নিজ এলাকার মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটদান কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে গিয়েছেন।

বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা এদিন সকাল সকাল ভোট দিয়ে বলেন, জামনগরের মানুষের উপর আমার আস্থা আছে। আমরা সবস্তরে উন্নয়নের কাজ করেছি। আমার বিশ্বাস বিজেপি খুব ভালো মার্জিনে জিতবে। ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা এবারের ভোটে গেরুয়া শিবিরের বড় বাজি। এদিন সকালে তিনি রাজকোটে নিজের ভোট দেন। যদিও তিনি নিজে প্রার্থী হয়েছেন জামনগর উত্তর কেন্দ্র থেকে।

আরও পড়ুন: Weather Today: শীতের লুকোচুরি খেলা আর কতদিন চলবে? ঠান্ডার পথে কাঁটা দিচ্ছে কে?

এর জবাবে কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া বলেন, রাজ্যের মানুষ বিজেপিকে হটাতে বদ্ধপরিকর। সেটা গেরুয়া শিবির বুঝতে পেরেছে। সে কারণেই ওরা ভোটের আগে মন্ত্রিসভা, এমনকী মুখ্যমন্ত্রীও বদলে দিয়েছে। এই সরকারের সর্বত্র দুর্নীতি। তাই মানুষ এবার সরকার বদল করবেই। যদিও কংগ্রেসের যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিজয় রুপানি অবশ্য দাবি করেছেন, বিজেপি সপ্তমবারের জন্য সরকার গঠন করবে। গুজরাতের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালোবাসেন, তাঁরা আর কারও কথা ভাবতেও পারেন না।

একদিকে যখন প্রথম দফার ভোটগ্রহণ চলছে, তখন এদিনও দ্বিতীয় দফার প্রচারে এদিনও রাজ্যে তারকা সমাবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ১১টা নাগাদ পঞ্চমহলের কালোলে একটি জনসভায় ভাষণ দেবেন। সানন্দে সাড়ে ১১টায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। এছাড়াও দলের সভাপতি জে পি নাড্ডাও প্রচার করবেন রাজ্যে।

RELATED ARTICLES

Most Popular