Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরArms Seized in Bolpur: বোলপুর স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! এসটিএফের জালে ১...

Arms Seized in Bolpur: বোলপুর স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! এসটিএফের জালে ১  

Follow Us :

বীরভূম: দরজায় কড়া নাড়ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট (Panchayat Elections)। সেই সঙ্গে সক্রিয় হয়েছে দুষ্কৃতী চক্র। বিভিন্ন জেলায় প্রায়ই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র (Fire Arms)। এ ব্যাপারে বীরভূম (Birbhum) জেলার নাম সংবাদে আসছে প্রায়ই। পঞ্চায়েত ভোটের আগে ওই জেলায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। এবারের সাফল্যের নেপথ্যে পুলিশের (Police) স্পেশাল টাস্ক ফোর্স (STF)। 

প্রায় প্রতিদিনই জেলা পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ছে একাধিক দুষ্কৃতী। তারই মাঝে এবার বীরভূমে হানা দিল এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধেয় বোলপুর (Bolpur) রেলস্টেশন থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন ও অন্যান্য সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন এসটিএফ আধিকারিকরা। 

আরও পড়ুন: Weather Today: শীতের লুকোচুরি খেলা আর কতদিন চলবে? ঠান্ডার পথে কাঁটা দিচ্ছে কে? 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ মনিরউদ্দিন (৫৫)। বাড়ি নানুর থানার অন্তর্গত বেরুগ্রাম ডাঙাল পাড়ায়। ধৃতের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭.৬৫ এমএম সেমি অটোম্যাটিক পিস্তল, সাত রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোন এবং ট্রেনের টিকিট। ঘটনায় সাঁইথিয়া জিআরপিএফ-এর (GRP) সঙ্গে যৌথভাবে অভিযোগ দায়ের করেছে এসটিএফ। 

কোথা থেকে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্র, কোথায় কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এসব জানতে  তদন্ত শুরু করেছে এসটিএফ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়বেই। তা ঠেকাতে সতর্ক রাজ্য পুলিশ। সে কারণেই চলছে ধরপাকড়। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হচ্ছে দুষ্কৃতীরা।  

RELATED ARTICLES

Most Popular