skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeখেলাRamiz Raja: পিসিবির চেয়ারম্যানের চাকরি গেল রামিজের, এলেন ইমরান বিরোধী নাজাম  ...

Ramiz Raja: পিসিবির চেয়ারম্যানের চাকরি গেল রামিজের, এলেন ইমরান বিরোধী নাজাম    

Follow Us :

ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হলেন রামিজ রাজা (Ramiz Raja)। মঙ্গলবার ঘরের মাঠে ইংল্যান্ডের (England) হাতে টেস্ট সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ (Whitewash) হয় পাকিস্তান (Pakistan)। তার ঠিক পরের দিনই চাকরি গেল রামিজের। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চেয়ারম্যানের (Chairman) দায়িত্ব হাতে নিয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। তাঁর আমলে ওদেশের পুরুষ দল দুটি টি২০ বিশ্বকাপ এবং মহিলা দল একটি ৫০ ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করে। সাফল্য আসেনি কোনওটিতেই। রামিজের জায়গায় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নাজাম শেঠি (Nazam Sethi)। 

পাক বোর্ডের অন্যতম পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shabaz Sharif)। তাঁর অনুমতিতেই শেঠিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। পিসিবির নিয়মানুযায়ী, প্রধানমন্ত্রী চেয়ারম্যান পদের জন্য নাম মনোনয়ন করতে পারেন। বোর্ডের গভর্নররা তাদের মধ্যে একজনকে বেছে নেন। 

আরও পড়ুন: Gianni Infantino: পরের বিশ্বকাপেই খেলতে পারে ভারত! এ কী বললেন ফিফার প্রেসিডেন্ট   

লক্ষণীয় বিষয় হল, নাজাম শেঠি কোনও নতুন নাম নয়। এর আগেও পিসিবির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। ২০১৮ সালে ইমরান খান (Imran) পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়ার পর ইস্তফা দেন তিনি। কারণ ইমরানের সঙ্গে শেঠির অনেকদিনের মতপার্থক্য রয়েছে। এককালে ইমরানের অধিনায়কত্বে খেলেওছিলেন শেঠি। 

রামিজ রাজাকে নিয়ে বোর্ডের অন্দরে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ চলছিল। তাঁকে পদ থেকে সরানোরে দাবি হয়ে উঠেছিল প্রবল। কারণ অবশ্যই বাবর আজমদের (Babar Azam) লাগাতার ব্যর্থতা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টানা তিনটে টেস্ট হারার আগে একটি টেস্ট, অর্থাৎ পরপর চারটে টেস্ট হেরেছে পাকিস্তান। এমনকী পাকিস্তানে সম্প্রতি টেস্ট ম্যাচের জন্য যে ধরনের পিচ বানানো হয়েছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।      

RELATED ARTICLES

Most Popular