Placeholder canvas

Placeholder canvas
HomeরাজনীতিLalan Sheikh : লালন শেখের মৃত্যুর ঘটনায় নয়া মোড়

Lalan Sheikh : লালন শেখের মৃত্যুর ঘটনায় নয়া মোড়

Follow Us :

কলকাতা: লালন শেখের মৃত্যু-মামলা শুনবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shrivastava) জানান, তিনি এই মামলা শোনার জন্য বিচারপতি সেনগুপ্তকে অ্যাসাইন করছেন। 
সিবিআই(CBI) হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের করা এফআইআর(FIR)-কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। লালনের স্ত্রী রেশমা বিবি স্বামীর মৃত্যুর জন্য সিবিআইয়ের তিন অফিসারকে দায়ী করে এফআইআর করেন। তার ভিত্তিতেই মমলা হয়। সেই সময় বিচারপতি রাজা শেখর মান্থার(Raja Shekhar Mantha)অনুপস্থিতিতে মামলাগুলি শুনছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি সিবিআইকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার সিবিআইয়ের আইনজীবী ডি পি সিং মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি মান্থার দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মান্থা ওই মামলা থেকে অব্যাহতি নেন। তিনি জানান, এই মামলার শুনানি  বিচারপতি সেনগুপ্তের এজলাসেই হওয়া উচিত। সিবিআইয়ের  আইনজীবী প্রধান বিচারপতি এবং বিচারপতি সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন মামলার দ্রুত শুনানির জন্য। 

আরও পড়ুন: Calcutta High court: মধ্যমগ্রাম বৃদ্ধা খুনের তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট, ডিজিকে রিপোর্ট তলব

গত বছরের ২১ মার্চ রাতে বীরভূমের বগটুই(Bogtui) গ্রামে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ(Bhadu Sheikh)। পরে গভীর রাতে তারই বদলা হিসেবে গ্রামে তাণ্ডব চালায় জনতা। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পর দিন সকালে সোনা শেখ নামে এক জনের বাড়ি থেকে মহিলা-পুরুষ-শিশু সমেত ৭ জনের পোড়া মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় মৃত্যু হয় মোট ১০ জনের। এই ব্যাপারেই ভাদু ঘনিষ্ঠ লালনকে খুঁজছিল সিবিআই। ঘটনার পর থেকে লালন পলাতক ছিল। গত ৪ ডিসেম্বর সিবিআই লালনকে গ্রেফতার করে ঝাড়খণ্ড থেকে। তারপর থেকে সে সিবিআই হেফাজতেই ছিল। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে থাকাকালীনই শৌচালয়ে লালনের অস্বাভাবিক মৃত্যু হয়। তারই মামলা চলছে হাইকোর্টে। 

RELATED ARTICLES

Most Popular