Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলWinter skin remedies: নামী দামি প্রোডাক্টের বদলে বাড়িতেই ফল ও সবজি দিয়ে...

Winter skin remedies: নামী দামি প্রোডাক্টের বদলে বাড়িতেই ফল ও সবজি দিয়ে এভাবে ফিরিয়ে আনুন শীতের ত্বকের হারানো লাবণ্য

Follow Us :

তাপমাত্রার পারদ কমতে না কমতেই জৌলুস হারিয়ে রুক্ষ হয়ে পড়ছে ত্বক। এই সমস্যা যদি আপনার হয় তা হলে বাজার থেকে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টের বদলে ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন মরশুমি ফল ও সবজি কাজা লাগাতে পারেন। এতে যেমন সাইড এফেক্টের ভয় নেই তেমন আবার দাম নিয়েও চিন্তা কম। পাশাপাশি ফলে ও সবজিতে থাকা একাধিক পুষ্টিকর উপাদান ত্বকে বাড়তি লাবণ্য নিয়ে আসবে।

খসখসে কনুই ও হাঁটুর সমস্যায়: শীতকালে ত্বক  শুষ্ক হয়ে যাওয়ায় অনেকের কনুই ও হাঁটু খুব খসখসে হয়ে যায়।  সময় মতো যত্ন না নিলে শরীরের এই অংশগুলিতে কালচে ভাব দেখা দেয়। বলা বাহুল্য দেখতে খারাপ লাগে।  এ ক্ষেত্রে ত্বকের পরিচর্যায় এই প্যাক বেশ কার্যকরী। দু’টো পাকা কলার সঙ্গে দু’চামচ চিনি মিশিয়ে কনুই ও হাঁটুতে ঘষে নিন।

ত্বকের রুক্ষতা দূর করতে: শীতকাল এলেই ত্বক নিয়ে যাঁদের রুক্ষ ত্বক তাঁরা প্রমাদ গুনতে শুরু করেন।   ত্বক শুষ্ক হলে অকালেই বয়সের ছাপ পড়ে যাওয়া, শীতকালে গাল ফাটার মতো সমস্যা দেখা দেয়। ত্বকের আর্দ্রতা ফেরাতে ব্যবহার করতে পারেন এই প্যাক। দু’টো চটকানো কলার  সঙ্গে একটা ডিম ফেটিয়ে মুখে গলায় লাগাতে হবে। ১৫ মিনিট রাখার পর প্রথমে দুধ তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন। শুধু কনুই বা হাঁটু নয়, অনেকের হাত পায়ের কিছু অংশ শীতকালে শুষ্ক ও শক্ত হয়ে যায়। তারা কলা চটকে তাতে দু’চামচ ওটমিল ও পাতিলেবুর রস মিশিয়ে নিয়মিত লাগালে ভাল ফল পাবেন। মিনিট কুড়ি এই প্যাক হাতে লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে গেলে ক্লকওয়াইজ গোল গোল করে ঘষে নিতে হবে।

ক্লেনজার যখন ক্লেনজার: একটা থেঁতো করা গাজরের সঙ্গে দু’চামচ নিমপাতা বাটা ও এক চামচ বেসন, গোলাপ জলের সঙ্গে গুলে মুখে, গলায় লাগাতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেব। এতে মুখ ভাল পরিষ্কার তো হয়ই, সেই সঙ্গে ত্বকও থাকে নরম।

মুখের দাগছোপের সমস্যায়: শুকনো মটরশুঁটি গুঁড়ো করে লেবুর রসের সঙ্গে মেশাতে হবে। এর মধ্যে দিতে হবে অল্পপরিমাণ দুধ এবং সাম্যন্য একটু কর্পূর। এর পর মিশ্রণটা পুরু করে গলায়-মুখে লাগিয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে। শুকিয়ে এলে দুধ দিয়ে ঘষে তুলে ফেলব। দাগছোপ থেকে মুক্তি পেতে এই ঘরোয়া টোটকাটির জুড়ি নেই।

ঘরেই হাতের যত্ন নিন: এই ঘরোয়া টোটকা অনেকেরই জানা। তবে জানা জিনিসও অনেক ক্ষেত্রে বার বার বলা হলে তাবেই তার গুরুত্ব বোঝা যায়। এই ক্ষেত্রে এক চামচ চিনি এবং অর্ধেক পাতিলেবু দিয়ে কাজটি সেরে ফেলা যায়। চিনি হাতের উপর লাগিয়ে লেবুর রস দিয়ে ভাল করে ঘষতে হবে। চিনিগুলো গলে গেলে জল দিয়ে হাত ধুয়ে নিন
তৈলাক্ত ত্বকের জন্য: যাঁদের মিশ্র ত্বক তাঁরা শীতকালে অতিরিক্ত ক্রিম ও তেল মাখার ফলে অনেক সময় ত্বক তৈলাক্ত হয়ে পড়ে।  মুখের অতিরিক্ত তেল থেকে ব্রণ-অ্যাকনের সমস্যা তৈরি হয়। মুখের তেলতেলে ভাব কমাতে একটা টম্যাটোর অর্ধেকটা নিয়ে মুখে ভাল করে ঘষতে হবে, শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। কিংবা এক চামচ মুলতানি মাটির সঙ্গে একটা পাতিলেবুর রস ও অর্ধেক টম্যাটো মিশিয়েও মুখে লাগাতে পার। এতেও ত্বকের তৈলাক্তভাব কমে।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | 'সনাতন ধর্ম বিরোধী তৃণমূল', কমিশনে অভিযোগ দায়ের 'দেশ বাঁচাও গণমঞ্চ'-এর
02:12
Video thumbnail
বাংলার ৪২ | তৃতীয়দফা নির্বাচনে চার কেন্দ্রে কোন দল এগিয়ে?
10:18
Video thumbnail
Suvendu-Abhijit | তমলুক থানায় শুভেন্দু-অভিজিতের নামে FIR করলেন অনশনরত শিক্ষকরা
02:48
Video thumbnail
Weather | গরমেও রেহাই নেই তাপপ্রবাহ থেকে, কোথাও জল নেই, কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট
01:41
Video thumbnail
Purulia | মধ্যগগনে ভোট, চড়ছে উত্তেজনা, পুরুলিয়ায় পতাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
03:31
Video thumbnail
TMC | 'তৃণমূল আঘাত পেলে ৭ তারিখের পর দেখে নেব', হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে
01:53
Video thumbnail
Weather | তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির সম্ভাবনা, রবিবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা
02:28
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | বামফ্রন্ট সরকারের আমলে ত্রয়ীর দাপটের কাহিনি
51:38
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমন অভিষেকের, কী বললেন সেনাপতি
28:56
Video thumbnail
ISL 2024 | ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
04:30