Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদুহাজার টাকার বিনিময়ে বিজেপি ধর্ষণের মিথ্যে অভিযোগ লিখিয়েছে, কী লজ্জা
Abhishek Banerjee

দুহাজার টাকার বিনিময়ে বিজেপি ধর্ষণের মিথ্যে অভিযোগ লিখিয়েছে, কী লজ্জা

বাংলার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, সন্দেশখালির ভিডিও নিয়ে তোপ অভিষেকের

Follow Us :

কলকাতা: ২ হাজার টাকা নিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করা রেখা পাত্রকে লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি। এমনটাই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেতার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, সন্দেশখালির ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে ছোট করার নির্লজ্জ চক্রান্ত করেছে বিজেপি। ভোটের সময় রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে থাকে সেটা স্বাভাবিক। কিন্তু কয়েকটা ভোটের জন্য যা নয় তাই করা হচ্ছে। সারা দেশের সামনে বাংলার মাথা হেট করে দিল বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত বাংলার মানুষের কাছে এসে ক্ষমা চাওয়া। 

শনিবারই ভাইরাল হওয়া ভিডিওতে সন্দেশখলি দু’নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে। সবটাই হয়েছে পরিকল্পনামাফিক।  কয়ালের আরও দাবি, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে সব কিছু করানো হয়েছে স্থানীয় বিজেপি নেত্রী জবারানি সিংহকে দিয়ে। এর জন্য টাকা এবং মোবাইল ফোন দেওয়া হয়েছে। ৬ মাস আগের ধর্ষণের কথা বলা হয়েছিল বলে অভিযোগ। যাতে মেডিক্যাল করতে না হয়। অভিষেক বলেন, জবারানি মহিলা কমিশনে অভিযোগ করেছেন, তিনি জানতেনই না কী লেখা আছে, শুধু সই করে দেন। নিজেই বলেছেন একথা। ওই ভিডিও ভাইরাল পর প্রবল চাপে পড়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। গোপন ক্যামেরায় তোলা এই ভিডিওটি ভাইরাল হয়। সন্দেশখালির গোটা ঘটনাটা ‘সাজানো’ বলে দাবি করেছে তৃণমূল। চাকদহের সভা থেকে মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, বড় মিথ্যেবাদী।  এত বড় মিথ্যা বলতে লজ্জা করে না। সন্দেশখালি নিয়ে বড় নাটক করেছিল। আসল তথ্য ফাঁস হয়ে গেল। সব পরিকল্পনা করে ঘটানো হয়েছিল। বিজেপির তৈরি করা নাটক। 

আরও পড়ুন: বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান বুদ্ধদেবের

অভিষেক বলেন,আপনারা তৃণমূলের সবাইকে জেলে ঢোকান, আপত্তি নেই। কিন্তু বাংলার অসম্মান করবেন না। বিজেপির নেতারা একাধিকবার বলেছেন,  সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি। এমনকী শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন, রাজ্যে ৩৫৫ ধারা জারি করার পরিস্থিতি তৈরি কী করে করতে হয়, দেখিয়ে দেব। ২০২৬ সালের আগেই বাংলায় নির্বাচন করাবে। 

তৃণমূল নেতা বলেন, আজকের ভিডিও বুঝিয়ে দিয়েছে, বিজেপি দলটাই জালি, নির্লজ্জ, বেহায়া। বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির পাশাপাশি বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যমের একাংশও দায়ী বলে মনে করি আমি। এ কথা বলার জন্য যদি আমি আদালত অবমাননার দায়ে পড়ি, সেও ভালো। তবু সত্যি কথা বলা থেকে আমাকে আটকানো যাবে না।  সমস্যা আদৌ হয়েছে সুযোগটুকুও দেওয়া হচ্ছে না। 

 অভিষেক বলেন, আমরা বিজেপিকে বাংলা-বিরোধী এমনি এমনি বলিনি। এই বিজেপি ২০১৯ সালে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা অনেকদিন থেকেই করছে বিজেপি। আপনারা ভাবছেন বাংলায় ৩০টা আসন পাবেন? বাংলাকে ছোট করে ৩০টা  আসন পাবেন? যে পরিণতি আপনাদের একুশ সালে হয়েছিল, তার থেকেও খারাপ পরিণতি হবে।   

অভিষেক আরও  বলেন, বাংলায় ওরা থাকছে, খাচ্ছে আর বাংলাকে কলুষিত করছে।  আসলে বাংলাকে কলুষিত করে দখল করার পরিকল্পনা ছিল বিজেপির। যেভাবে, রাজস্থান, কর্ণাটক দখল করেছে সে ভাবেই বাংলাও দখল করবে। কিন্তু বাংলার দখল নেওয়া অত সহজ নয়। গঙ্গাধরকে চিনতেই পারছেন না বিজেপির নেতারা। বলছেন, ওকে চিনি না। বুথে কাজ করে কি না তা-ও জানে না। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম  ২০০০ টাকায় বিক্রি করেন, সেই দলকে ভোট দেওয়ার আগে দশবার ভাববেন।  বিজেপির মতো ঘৃণ্য রাজনৈতিক দল সারা দেশে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামার শহীদ জওয়ানদের নিয়ে ভোট চেয়ে ২০১৯ সালের ক্ষমতায় এসেছে। 

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular