Placeholder canvas

Placeholder canvas
Homeলাইফস্টাইলঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!
Odisha Handicraft Villages

ঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!

পুরীর খুব কাছেই আছে ওড়িশার দুই বিখ্যাত শিল্পগ্রাম

Follow Us :

পুরী: ঘুরতে গিয়ে পুরী (Puri)-তে কোনারক, চিল্কা লেক, কুরুমা, ককটপুর, সাক্ষীগোপাল এইসব ঘুরতে যান অনেকেই। কিন্তু জানেন কি পুরীর খুব কাছেই আছে ওড়িশার (Odisha) দুই বিখ্যাত শিল্পগ্রাম? বলা হয় ওড়িশার বিখ্যাত পটশিল্পীরা (Potter) থাকে এই দুই গ্রামে (Odisha Handicraft Villages)। তাঁদের শিল্পকর্ম দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনারও। পুরীতে ঘুরতে গিয়ে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন পিপলি ও রঘুরাজপুর থেকে। পুরী থেকে ১২ কিলোমিটারের মধ্যে রয়েছে পটশিল্পীদের গ্রাম রঘুরাজপুর।

গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা, দেওয়ালজুড়ে চোখে পড়বে পটশিল্পীদের আঁকা জগন্নাথ, বলরাম, গণেশ, হাতি পাখি, শ্রীকৃষ্ণের রাসলীলার ছবি। এখানকার পটশিল্পীরা প্রাকৃতিক রঙ ব্যবহার করেন। গ্রামে গেলে দেখতে পাবেন, তালপাতা ও কাপড়ের উপর রঙ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানারকম নকশা ও ছবি। তাছাড়া পাথরের মূর্তি, নানারকম মুখোশ, কাঠের তৈরি গাছগাছালি, পশু-পাখি ইত্যাদি ঘর সাজানোর জিনিসের দেখা মিলবে অঢেল।

আরও পড়ুন: শীঘ্রই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, জেনে নিন রেজিস্ট্রেশন পদ্ধতি

ওড়িশার পটশিল্পীদের হাতে তৈরি পটচিত্র, তালপাতা চিত্র দিয়ে এখন ঘর সাজাই আমরা অনেকেই। কাপড়ের উপরে কাপড় দিয়ে নকশা তোলা। যাকে শিল্পের ভাষায় বলে অ্যাপলিক। পুরীর খুব কাছেই আছে সেই অ্যাপলিকের গ্রাম। পুরী থেকে ৩৮ কিমি দূরত্বে আছে পিপলি গ্রাম। এই গ্রামের শিল্পকর্ম অনেক প্রাচীন। শোনা যায়, দশম শতাব্দীতে পুরীর তৎকালীন রাজা এই শিল্পীদের নিয়ে এসে পিপলি গ্রামে বসিয়েছিলেন। তারাই রথের সজ্জার জিনিস তৈরি করত। পুরীতে ঘুরতে গিয়ে একদিন বেরিয়ে চট করে ঘুরে আসতেই পারেন এই দুই বিখ্যাত শিল্পগ্রাম, রঘুরাজপুর ও পিপলি থেকে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular