Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাCR7: হারের দায় রোনাল্ডোর উপর চাপালেন কোচ, সৌদির মাঠে চলল মেসির নামে...

CR7: হারের দায় রোনাল্ডোর উপর চাপালেন কোচ, সৌদির মাঠে চলল মেসির নামে জয়ধ্বনি!

Follow Us :

আল নাসের: ক্লাব বদলে ফেলেছেন, বদলে ফেলেছেন লিগ থেকে মহাদেশ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফর্ম বদলাল কই? ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) সুযোগ না পেয়ে কোচ এরিক টেন হাগের (Eric Ten Hag) প্রতি অসম্মান, বিষোদগার করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার কি আল নাসেরের (Al Nassr) কোচ রুডি গার্সিয়াকেও (Rudi Garcia) তোপ দাগবেন? আল ইত্তিহাদের (Al Ittihad) কাছে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পর রোনাল্ডোকে দুষেছেন গার্সিয়া। রোনাল্ডোর পাহাড়প্রমাণ ইগো কি তা সইতে পারবে?

আল ইত্তিহাদের কাছে কাপ সেমিফাইনালে ৩-১ গোলে হেরেছে আল নাসের। ১৫ মিনিটের মাথায় রোমারিনহোর গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। প্রথমার্ধেই গোল করার অত্যন্ত সহজ সুযোগ চলে আসে পাঁচবারের ব্যালন ডি’ওর (Ballon d’Or) জয়ীর কাছে। কিন্তু সেই সুযোগ অকল্পনীয়ভাবে মিস করেন তিনি। ম্যাচের পর কোচ রুডি গার্সিয়া জানান, হারের কারণের মধ্যে রোনাল্ডোর গোল মিস অন্যতম। ওই গোলটা হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আরও পড়ুন: India vs New Zealand: ভারতের সামনে লক্ষ্যমাত্রা ১৭৭ 

গার্সিয়া বলেন, ম্যাচের গতিপথ বদলে দেওয়া ঘটনার মধ্যে অন্যতম হল রোনাল্ডোর গোল মিস। আল নাসেরের অ্যান্ডারসন তালিস্কা ৬৭ মিনিটে গোল করলেও তাতে শেষরক্ষা হয়নি। প্রথমার্ধে রোমারিনহো এবং আবদেররাজ্জাক হামদাল্লার গোলে ২-০ এগিয়ে ছিল আল ইত্তিহাদ। তালিস্কা ২-১ করলেও ম্যাচের শেষ লগ্নে ইত্তিহাদের হয়ে ৩-১ করে দেন মুহান্নাদ আল-সাংকিতি। 

ম্যাচের পরে তো বটেই, ম্যাচ চলাকালীনও যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে রোনাল্ডোকে। আল ইত্তিহাদ সমর্থকরা সারাক্ষণ তাঁকে বিদ্রুপ করতে থাকে। এমনকী তাঁকে বিচলিত করতে চলতে থাকে লিওনেল মেসির নামে (Lionel Messi) স্লোগান, জয়ধ্বনি। পিএসজির (PSG) বিরুদ্ধে প্রীতি ম্যাচে জোড়া গোল করে প্রশংসা পেলেও সৌদি আরবের (Saudi Arabia) প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে কিন্তু সেই হতাশ করলেন সি আর সেভেন (CR7)। মনে পড়ালেন ম্যান ইউতে থাকাকালীন জঘন্য ফর্মকে।

RELATED ARTICLES

Most Popular