Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNagaland Assembly Election 2023: নাগাল্যান্ডে ভোট পরবর্তী জোটের দরজা খুলে রাখল এনপিএফ

Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ডে ভোট পরবর্তী জোটের দরজা খুলে রাখল এনপিএফ

Follow Us :

কোহিমা: নাগাল্যান্ডে (Nagaland Vote 2023) সরকার গঠনের জন্য ভোট-পরবর্তী আঁতাতের (Post Poll Alliance) দরজা খুলে দিয়েছে নাগা পিপলস ফ্রন্ট (NPF)। রাজ্যের প্রাচীন আঞ্চলিক দল এনপিএফ বলেছে, ভোটে তারা ক্ষমতায় এলে নাগাদের মূল রাজনৈতিক সমস্যাগুলি মেটাবে, তার জন্য ভোট পরবর্তী যে কারও সঙ্গে সমঝোতায় প্রস্তুত তারা। এনপিএফের পরিষদীয় দলনেতা কুঝোলুজো নিয়েনু সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা কারও সঙ্গে ভোটের আগে আসন সমঝোতায় যাবেন না। তবে ভোট পরবর্তীকালে সরকার গঠনের স্বার্থে তাঁরা যে কোনও দলের সঙ্গে সমঝোতায় রাজি।

তিনি বলেন, আমরা সরকার গঠনে কিংবা সরকারের অংশ হতে তৈরি আছি। কারণ ভোট পরবর্তীকালে নাগাদের সমস্যা নিয়ে রাজনৈতিক সমাধানের ব্যাপারে জোর খাটানো যাবে। এনপিএফের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, ফল পরবর্তী আঁতাতে তারা যে কোনও দলের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত। তাতে এনডিপিপি কিংবা বিজেপিও হতে পারে।

আরও পড়ুন: Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ড ভোটে প্রার্থী দিতে পারে আপ, আরজেডি

২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত এনপিএফ তিন দফায় সরকারে ছিল। ২০১৮ সালের বিধানসভা ভোটে এনপিএফ ৬০ সদস্যবিশিষ্ট বিধানসভায় ৫৮টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু মাত্র ২৬টি আসনে জিতেছিল। ২০২১ সালে তারা শাসক এনডিপিপি (NDPP) এবং বিজেপির (BJP) সঙ্গে যোগ দিয়ে ইউনাইটেড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (UDA) নামে একটি জোট গঠন করে। কিন্তু, ২০২২ সালের এপ্রিলে আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং সহ ২১ জন বিধায়ক এনডিপিপিতে যোগ দেন।

নির্বাচনে তাঁদের মূল দাবিগুলি থাকছে, আইনের শাসন কায়েম, সাধারণ মানুষের ঘাড় থেকে কর ছাড়ের ব্যবস্থা এবং বিভিন্ন নাগা সংগঠনগুলির তোলাবাজি বন্ধ করা। এদিকে, ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ENPO) পৃথক রাষ্ট্রের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে। পূর্ব নাগাল্যান্ডের শীর্ষ আদিবাসী সংগঠন ইএনপিও ভোট বয়কটের ডাক দিলেও ইস্টার্ন নাগাল্যান্ড লেজিসলেটর্স ইউনিয়ন বা ইএনএলইউ (ENLU) ভোটে অংশ নেবে বলে জানিয়ে দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular