Placeholder canvas

Placeholder canvas
HomeদেশNagaland Assembly Election 2023: নাগাল্যান্ড ভোটে প্রার্থী দিতে পারে আপ, আরজেডি

Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ড ভোটে প্রার্থী দিতে পারে আপ, আরজেডি

Follow Us :

নয়াদিল্লি: শুধু আঞ্চলিক দলই নয়, উত্তর-পূর্বের পার্বত্য রাজ্য নাগাল্যান্ডের (Nagaland) ভোটে ঝাঁপাতে পারে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টি (AAP) এবং তেজস্বী যাদবের (Tejaswi Yadav) রাষ্ট্রীয় জনতা দলও (RJD)। এর আগেই দুই দলই জানিয়ে দিয়েছে যে, নাগাল্যান্ডে তারা প্রার্থী দেবে। মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোন দল কটা আসনে প্রার্থী দিল কিংবা আদৌ নির্বাচনে অংশ নিল কি না। তবে আরজেডি এর আগে বলেছিল, তারা নাগাল্যান্ডে ৬টি আসনে প্রার্থী দেবে। অন্যদিকে, আপের এক নেতা জানিয়েছিলেন, ৬০ আসনের নাগাল্যান্ডে তাঁরা যত বেশি সম্ভব প্রার্থী দিতে চলেছেন।

আরজেডির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক জানান, ৬ প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এখনও তাঁদের নাম ঘোষণা করা হয়নি। দলনেতা তেজস্বী যাদবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আরজেডি যে নাগাল্যান্ডে ৬টি আসনে প্রার্থী দিতে চলেছে তা নিশ্চিত। প্রার্থী দেওয়ার আগে ভোটের ময়দান পরিচর্যায় আরজেডির দুই নেতা নাগাল্যান্ডে ঘুরে এসেছেন। বিহার সরকারের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী কুমার সর্বজিৎ এবং ভোলা যাদব নাগাল্যান্ড সফরে গিয়েছিলেন। তাঁরা ঘুরে এসে রিপোর্ট জমা দিয়েছিলেন তেজস্বীর কাছে। এবার আরও একটি দলের ওই রাজ্যে যাওয়ার কথা বলে জানা গিয়েছে। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই নাগারাজ্যে হ্যারিকেনের আলো নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ডে এনএসসিএনকে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি

অন্যদিকে, আপের উত্তর-পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেশ শর্মা জানিয়েছেন, কেজরিওয়ালের দল এখন সর্বভারতীয় মুখ। তাই নাগাল্যান্ডের ভোটেও তাঁরা যত বেশি সম্ভব প্রার্থী দিতে চলেছেন। এই লক্ষ্যেই নাগাল্যান্ডে দলের বিস্তার ঘটিয়েছে আপ। প্রাক্তন বিধায়ক আসু কেইহো-কে আপের নাগাল্যান্ড ইউনিটের সভাপতি করা হয়েছে। শর্মা আরও জানিয়েছেন, তাঁরা কারও সঙ্গে প্রাক নির্বাচনী আঁতাতে যাচ্ছেন না।

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি হটাতে এবং স্বচ্ছ-সৎ প্রশাসন, সার্বিক উন্নয়নের জন্য নাগাল্যান্ডের মানুষ আপকে ভোট দেবে। নাগাল্যান্ডের রাজনৈতিক মানচিত্রে তৃণমূলস্তর থেকে পরিবর্তন আনতে চায় আপ। সদ্য দলত্যাগী বিধায়ক কেইহো বলেন, দিল্লিতে বসবাসকারী নাগারা দেখেছেন কীভাবে এখানে উন্নত সরকার চলছে। কাকে বলে সুপ্রশাসক। কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কীভাবে তা সম্পূর্ণ করেছেন। তাই তার প্রভাব তাঁদের রাজ্যেও পড়বে বলে বিশ্বাস কেইহোর।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথে ভুলভাবে রাখা হয়েছে ইভিএম, প্রিসাইডিং অফিসারকে ধমক অরূপ চক্রবর্তীর
01:21:29
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথের নিরাপত্তার দায়িত্বে নশো উনিশ কোম্পানি বাহিনী
01:01:09
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলায় ৮ কেন্দ্রে নির্বাচন, নিরাপত্তার ঘেরাটোপে প্রতিটি কেন্দ্র
01:08:56
Video thumbnail
Cyclone Remal | আর কত দূরে রেমাল? ঘূর্ণিঝড়ে তছনছ হবে কলকাতা?
08:44:22
Video thumbnail
Loksabha Election | সোনাচূড়ায় বিজেপির 'অবাধ ছাপ্পা', নন্দীগ্রামে শুভেন্দুর 'কীর্তি ফাঁস' দেবাংশুর
08:21:13
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
03:13:24
Video thumbnail
Lok Sabha Elections 2024 | অস্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঘিরে ধরে চোর চোর স্লোগান
11:00:53
Video thumbnail
Cyclone Remal | প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে রেমাল, কলকাতা থেকে ঠিক কত দূরে?
08:22:18
Video thumbnail
গড়বেতায় উড়ে এল ইট, ঝরল রক্ত কি হল বিজেপি প্রার্থীর ? দেখুন অসম্পাদিত ভিডিও
07:02:48
Video thumbnail
Stadium Bulletin | জন্মদিনে কি মহিমা দেখাবেন নারায়ণ?
17:46