Placeholder canvas

Placeholder canvas
HomeদেশUttar Pradesh-Adani: উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল আদানি গোষ্ঠী, বাতিল ৫,৪০০ কোটির স্মার্ট...

Uttar Pradesh-Adani: উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল আদানি গোষ্ঠী, বাতিল ৫,৪০০ কোটির স্মার্ট মিটার বিডিং

Follow Us :

লখনউ: এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম (MVVNL)) প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আদানি গোষ্ঠীর বিড (Adani Groups Bid) বাতিল করেছে। যেখানে ৭৫ লক্ষ পরিবারে স্মার্ট মিটার (Smart Meter) সরবরাহের বরাত দেওয়া হয়েছিল। সূত্রের খবর, আদানি গোষ্ঠী (Adani Groups) এই প্রকল্পের জন্য সর্বনিম্ন দর হেঁকেছিল। কিন্তু তবুও বিদ্যুৎ বিতরণ সংস্থা অনিবার্য কারণ উল্লেখ করে তা বাতিল করে দিয়েছে।

উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা মধ্য, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে প্রায় ২৬ মিলিয়ন (আড়াই কোটি) পরিবারে স্মার্ট মিটার সরবরাহের জন্য টেন্ডার জারি করেছিল। এই প্রকল্পের সম্মিলিত বিড ভ্যালু ছিল ২৫ হাজার কোটি টাকা।

আদানি ছাড়াও জিএমআর, এলঅ্যান্ডটি এবং ইন্টেলিস্মার্ট ইনফ্রাও এই প্রকল্পের নিলামে ময়দানে নেমেছিল। উল্লেখযোগ্যভাবে আদানি গোষ্ঠী সর্বনিম্ন প্রত্যেক স্মার্ট মিটারের জন্য ১০ হাজার টাকা ধার্য করেছিল। গ্রামীণ বিদ্যুতায়ন কর্পোরেশনের স্থায়ী বিলিং নির্দেশিকা অনুযায়ী, প্রতি মিটারে জন্য ছ’হাজার টাকা করে দার্য দয়। মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম (MVVNL) সংস্থা অ্যাডভান্সড মিটারিং ইনফাস্ট্রাকচারের মাধ্যে রাজ্যে স্মার্ট প্রিপেইড মিটারিংয়ের পরিষেবা প্রদান করে থাকে। সেই সংস্থার জন্যই ই-টেন্ডার ডেকেছিল এমভিভিএন। গত ৪ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, অনিবার্য কারণবসত দরপত্র বাতিল হয়েছে।

আরও পড়ুন:Supreme Court: আইনের ঊর্ধ্বে কেউ নন, উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম নির্দেশ

সূত্রের খবর, রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থা নতুন করে টেন্ডার জারি করবে। এমভিভিএনএল থেকে সেই পথই বেছে নেবে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থা। মজার ব্যাপার হল, চারটি বেসরকারি সংস্থার মধ্যে কেউই স্মার্ট মিটার প্রস্তুতকারক নয়। তাই যদি বিডিংয়ে জেতে, তাহলে তারা অন্য কোনও সংশ্লিষ্ট সংস্থাকে বরাত দিয়ে স্মার্ট মিটার তৈরি করাবে।

প্রসঙ্গত, আদানি গোষ্ঠী নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্টের পরই ভারতীয় শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে। এলআইসি, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ার পড়েছে অনেকটাই। বাজারের এই হালের মাথায় হাত বিনিয়োগকারীদের। এমনকী আদানির শেয়ার পতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা থেকেও নীচে নেমে গিয়েছেন গৌতম আদানি। এই গৌতম আদানি মোদি ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তারপরও বিজেপি শাসিত রাজ্যও সরে এল আদানির পাশ থেকে। যদিও আদানি গ্রুপের তরফে হিন্ডেনবার্গের অভিযোগকে ভিত্তিহীন বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular