skip to content
Monday, June 24, 2024

skip to content
Homeজেলার খবরKurmi Protest | শাসকদলকে হুমকি দিয়ে জেলা জুড়ে কুড়মি আন্দোলনকে তীব্র করার...

Kurmi Protest | শাসকদলকে হুমকি দিয়ে জেলা জুড়ে কুড়মি আন্দোলনকে তীব্র করার ডাক

Follow Us :

পুরুলিয়া: শাসকদলকে হুমকি দিয়ে জেলা জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি আদিবাসী কুড়মি সমাজের  (Kurmi Protest) নেতা অজিত প্রসাদ মাহাতর। শনিবার পঞ্চম দিনে পড়ল আদিবাসী কুড়মি সমাজের  (Kurmi Protest) আন্দোলন। আগামী দিন এই আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়েছে কুড়মি সমাজ।

এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মাঝে শাসকদলের এক নেতা বলেছেন, কুড়মিদের আন্দোলনে কারা যাচ্ছেন দেখা হবে। এই পরিপ্রেক্ষিতে হুমকি দিয়ে অজিত মাহাত বলেন, পরিষ্কার করে বলুক কোন নেতা বলেছেন। তাঁকেও দেখবো সে কী করে ভোটে জেতেন। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আগামীতে এই আন্দোলন আরও দীর্ঘতর করার ডাক দিলেন তিনি।

অন্যদিকে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ একই দাবিতে জেলা শাসকের দফতরের সামনে গণ অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। দলীয় কর্মসূচিতে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, অন্দোলন করার অধিকার সবার আছে। কুড়মি সমাজকে স্বীকৃতির জন্য আগেই পার্লামেন্টে দাবি তুলেছি।

আরও পড়ুন: Parking Fee | কলকাতা পুরসভায় পার্কিং ফি বাড়ানোর নির্দেশিকা প্রত্যাহার

আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাত বলেন, বিগত রেল অবরোধের সময় আমাদেরকে বলা হল দেড় মাসের মধ্যেই যথাযথ ব্যবস্থা করা হবে। কিন্তু কোনও কিছুই হয়নি। আমরা কোনও অন্যায় দাবি করছি না। আগামী দিন কোটশিলাতে রেল ও রাজ্য সড়কে অন্দোলন শুরু হবে। আমাদেরকে নিয়ে যেন তামাশার খেলা না করা হয়। প্রতেকটি বিধানসভায় কুড়মি জাতির ভোট রয়েছে। 

কুড়মি আন্দোলনের (Kurmi Protest) ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। প্রায় ৫০ ঘণ্টা পার, এখনও অব্যাহত কুড়মিদের আন্দোলন। অবরোধের জেরে বাতিল (Trains Cancelled) হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস (Howrah-Mumbai Durant Express), বাতিল লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস (Canceled Lokmanya Tilak Terminus-Ranchi Express), চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস, বাতিল সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন।
নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় কুড়মি সম্প্রদায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় চলছে রেল-সড়ক অবরোধ। আন্দোলনের জেরে এদিন পুরুলিয়ার আদ্রা ডিভিশনে ( Adra Division of Purulia) বিপর্যস্ত ট্রেন চলাচল। চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে, রবিবার থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে।

জাতিসত্তার দাবিতে কুড়মিদের এই আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে আগামী ৯ই এপ্রিল থেকে পুরুলিয়ার কোটশিলা জংশন ও সংলগ্ন রাচি পুরুলিয়া রাজ্য সড়ক অবরুদ্ধ করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। ৯ই এপ্রিল কোটশিলাতে রেলপথ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত করে এই আন্দোলনকে আরো সক্রিয় করতে চলেছে কুড়মি জনজাতির মানুষজনেরা। বলা যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সি আর আই রিপোর্টের কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে না পাঠানোর কারণে কুড়মিদের এই আন্দোলনের ব্যাপক প্রভাব পুরুলিয়ার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড সহ উড়িশা ও বিহারেও পড়তে চলেছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বিরোধীদের অভিযোগ মমতার মুখেই, এবার আর কী বলবে বিজেপি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | টেন্ডার দিতে পারবে না, পুরসভাগুলি ক্ষমতা কেড়ে নিলেন মমতা
00:00
Video thumbnail
Mamata Banerjee | সবচেয়ে খারাপ মিউনিসিপ্যালিটি কোনগুলো? কী বললেন মমতা?
00:00
Video thumbnail
Mamata Banerjee | পুর-বৈঠকে বড় খবর!, কী বললেন মমতা?
00:00
Video thumbnail
সংসদের প্রথম দিনই উত্তাল, বিরোধীরা, কী কী করলেন ?
00:00
Video thumbnail
parliament session Live | প্রোটেম স্পিকার নিয়েই প্রথম লড়াই সংসদে, স্পিকার নিয়ে কী হবে?
00:00
Video thumbnail
TMC-Congress | এবার জোট বাংলাতেও! কংগ্রেস-তৃণমূল জোটের সাফল্য, হতবাক বিজেপি-সিপিএম
00:00
Video thumbnail
June Malia | বিধায়কের পর সাংসদ জুন মালিয়া, দিল্লি গিয়ে কী করলেন?
00:00
Video thumbnail
৪টেয় চারদিক | 'কিচ্ছু কাজ হচ্ছে না পুরসভায়', কোন কোন পুরসভাকে ধমক মমতার?
51:32
Video thumbnail
Amit Shah | N. Chandrababu Naidu | স্পিকার পদ নিয়ে নাইডুকে ফোন শাহর! কোন দাবিতে অনড় টিডিপি ?
05:17:25