skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাShivkumar on Mamata | মমতার সমর্থন বার্তায় খুশি কংগ্রেসের শিবকুমার, বিজেপি বিরোধী...

Shivkumar on Mamata | মমতার সমর্থন বার্তায় খুশি কংগ্রেসের শিবকুমার, বিজেপি বিরোধী ঐক্যে নয়া সমীকরণ

Follow Us :

কর্নাটক: দক্ষিণ ভারত থেকে সাফ হয়ে গিয়েছে বিজেপি। কর্নাটক জয়ের পর নতুন করে অক্সিজেন পেয়েছে কংগ্রেস। এরই মধ্যে বিরোধী ঐক্য নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মন্তব্যে খুশি কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সত্যিই খুব খুশি। এটা সমস্ত বিরোধীদের জন্যও খুব গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, সোমবার বিজেপি বিরোধী মহাজোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘২০০ আসনে কংগ্রেস শক্তিশালী। যেখানে যেখানে তারা শক্তিশালী সেখানে সেখানে ওদের সমর্থন করব। কোনও সমস্যা নেই। তবে ওদেরও অন্য দলগুলিকে সমর্থন করা উচিত। তিনি এও বলেন, যেখানে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি লড়াই করতে পারবে না। বিহার, ওড়িশা, তেলঙ্গনা, পঞ্জাবে আঞ্চলিক দল শক্তিশালী। বাংলায় যেমন আমরা লড়াই করব, দিল্লিতে আপ, বিহারে জেডিইউ, আরজেডি, কংগ্রেস নিজেদের মতো আলোচনা করে লড়াই করুক।’ আর মমতার এই মন্তব্য লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Weather Update | কালবৈশাখীর দাপট! পারদ নামল স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে, আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শনিবার ভোটের ফল ঘোষণার পর টুইট করে বিজেপিকে তোপ দেগেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেখানে কংগ্রেসের নামও উল্লেখ করেননি তিনি। তাই তাঁর অবস্থান নিয়ে জল্পনা ছিল। কিন্তু সোমবার জোটের পক্ষেই সওয়াল করলেন তিনি। তবে এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদিকে জাতীয় রাজনীতিতে জোট আর অন্যদিকে কংগ্রেস বাংলায় আমাদের বিরুদ্ধেই লড়বে তা নীতি হতে পারে না।’ 

শিবকুমার মমতার মন্তব্য়ের প্রশংসা করলেও পাল্টা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কর্নাটকের মানুষকে কখনই আবেদন করে বলেননি যে কংগ্রেসকে ভোট দিন। তিনি উত্তরপ্রদেশ-বিহারে গেলেও কর্নাটকে কংগ্রেসের পাশে দাঁড়াননি। আজ উনি বুঝতে পারছেন কংগ্রেসকে ছাড়া বাংলাতে আগে চলা সম্ভব নয়।’

প্রসঙ্গত, কর্নাটকের ফল বের হওয়ার আগে পর্যন্ত বিরোধী নেতৃত্বের মুখ হিসেবে বরাবরই মমতার নাম সামনে এসেছে। কিন্তু কর্নাটক কংগ্রেসের হাতে আসতেই সব সমীকরণ পাল্টে গিয়েছে। এরই মধ্যে ২০০ আসনে কংগ্রেসকে মমতার সমর্থনের বার্তায় রাজনৈতিক মহলে নতুন করে জোট নিয়ে চর্চা শুরু হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular