Homeদেশ75 Rupee Coin | সংসদ ভবনের উদ্বোধনে নতুন 75 টাকার কয়েন আনলেন...

75 Rupee Coin | সংসদ ভবনের উদ্বোধনে নতুন 75 টাকার কয়েন আনলেন প্রধানমন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি: পথচলা শুরু হল দেশের নতুন সংসদ ভবনের। আর এদিন এল নয়া ৭৫ টাকার কয়েন (75 Rupee Coin)। নয়া সংসদভবন উদ্বোধনের স্মারক হিসেবেই ৭৫ টাকার কয়েন বাজারে আনা হল।একই সঙ্গে বিশেষ ডাকটিকিটও প্রকাশ করা হল বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে। ২০০০ টাকার নোট প্রত্যাহারের পরই এই ৭৫ টাকার কয়েন আনা হল।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রক জানিয়েছিল যে নতুন সংসদ ভবনের উদ্বোধনের উপলক্ষে একটি বিশেষ ৭৫  টাকার কয়েন চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং ৭৫  টাকার মুদ্রা প্রকাশ করেছেন। নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুদ্রা ও ডাকটিকিট অবমুক্ত করেন। মুদ্রাটি ভারতের স্বাধীনতার ৭৫  বছর উদযাপনের কথা মাথায় রেখে বিশেষ ভাবে তৈরি করা হবে বলে জানা যায়। কয়েনের এক পাশে অশোক স্তম্ভের সিংহ রয়েছে। নিচে লেখা আছে “সত্যমেব জয়তে”। সিংহের বাম পাশে দেবনাগরী লিপিতে “ভারত” এবং ডানদিকে ইংরেজিতে “ইন্ডিয়া” লেখা রয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগের একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, মুদ্রার ওজন হবে ৩৫ গ্রাম। এর কিনারা বরাবর ২০০টি সেরেশন রয়েছে।কয়েনটি চারটি সংকর ধাতু থেকে তৈরি করা হয়েছে। এই ধাতু হল রুপো, তামা, নিকেল এবং দস্তা। যার মধ্যে রুপো রয়েছে ৫০ শতাংশ, তামা রয়েছে ৪০ শতাংশ, নিকেল ৫ শতাংশ এবং দস্তা ৫ শতাংশ রয়েছে ।

রবিবার সকালে পুজোপাঠ, যজ্ঞের পর নয়া সংসদভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার পর দুপুরে শুরু হয় দ্বিতীয় দফার অনুষ্ঠান। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। মোদি বলেন, “আজ সংসদ ভবনে পবিত্র সেঙ্গল স্থাপন করা হয়েছে। চোল সাম্রাজ্যে এই সেঙ্গল ন্যায়, সুশাসন এবং সতাতার প্রতীক ছিল। আমাদের সৌভাগ্য যে আজ পবিত্র সেঙ্গলের গরিমা ফিরিয়ে আনতে পেরেছি।

RELATED ARTICLES

Most Popular