skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশOdisha | Coromandel Express | বালেশ্বরের দুর্ঘটনাস্থলে যাচ্ছে সিবিআই, বাতিল...

Odisha | Coromandel Express | বালেশ্বরের দুর্ঘটনাস্থলে যাচ্ছে সিবিআই, বাতিল দূরপাল্লার ট্রেন

Follow Us :

বালেশ্বর: করমণ্ডল (Coromandel Express)  দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাতে বালেশ্বরের রেলপথ (Baleshwar Rail Line) দিয়ে চাকা গড়িয়েছে ট্রেনের মাল গাড়ির। সোমবার সকাল থেকে অভিশপ্ত ওই লাইন দিয়ে ধীর গতিতে যাত্রিবাহী ট্রেন চলতে শুরু করেছে। রেলপথ ধরে এগিয়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। সোমবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন সিবিআইয়ের (CBI) প্রতচিনিধিদল।কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই দিল্লি থেকে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছে। ভুবনেশ্বর থেকে দুর্ঘটনাস্থলে আসার কথা রয়েছে। এদিন  দুর্ঘটনাস্থলে তদন্ত করতে যান কমিশনার অব রেলওয়ে সেফটি এবং চিফ অব কমিশনার অব রেলওয়ে সেফটি। এই প্রথম রেলের এই দুই আধিকারিক কোনও ঘটনার একসঙ্গে তদন্ত করছেন।

এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। এখনও লাইনের ধারে পড়ে রয়েছে কোনও বাচ্চা ফ্রক, খেলনা, তো আবার কারুর ব্যাগ, ট্রেনের যাত্রীদের ব্যবহৃত জিনিস পত্র। লাইনের ধারে রয়ে গিয়েছে অভিশপ্ত কামরা গুলো। যারা প্রাণে বঁচে গিয়েছে তাদের সেই আতঙ্ক এখনও তারা করে বেরাছে। রেল দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলের অদূরেই বাহানাগা হাইস্কুলে রাখা হয়েছে মৃতদেহগুলি। যে ক্লাসরুমে পড়ুয়াদের আওয়াজ গমগম করে, সেখানেই এখন শশ্মানের স্তব্ধতা। আপনজনদের খোঁজে আত্মীয়দের আনাগোনা বাহানাগা স্কুলে। পচা মৃতদেহের গন্ধে নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। এখনও অনেকের পরিচয় পর্যন্ত জানা যায়নি। কার গাফিলতিতে প্রাণ গেল এত গুলো মানুষের। বারবার রেলের টিকিটে বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা অথৈই জলে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জীবনের কী কোনও মূল্য নেই। রেলের এই বিপর্যয়ে দোষীদের খুঁজতেই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। সিবিআই তদন্তের একপ্রকার বিরোধীতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোমবার চিঠি লিখেছেন কল্লিকার্জুন খাড়্গে। তিনি লেখেন, সিবিআইয়ের কাজ অপরাধ সংক্রান্ত তদন্ত করা, রেল দুর্ঘটনার তদন্ত নয়।

আরও পড়ুন: Mamata Banerjee | সিবিআই তদন্ত নিয়ে সংশয়ী মুখ্যমন্ত্রী, কাল ফের কটকে মমতা 

সোমবার ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, সোমবার হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর স্পেশাল, পুরী-বাংরিপোসি এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস, সাঁতরাগাছি-তামবারাম অন্ত্যোদয়, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনা চোখ খুলে দিয়েছে রেল-বিমার সুযোগ-সুবিধা সম্বন্ধে। রেলযাত্রীরা চাইলেই করে রাখতে পারেন বিমা মাত্র ৩৫ পয়সায়।বিমা করে রাখা থাকলে পরবর্তীতে যদি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, তা হলে মৃত্যু বা আহত হওয়ার ঘটনায় যাত্রী বা তাঁর পরিবার পাবে ক্ষতিপূরণ। দূরপাল্লার সফরে রেলের কাউন্টার থেকে কাটা টিকিটে কিন্তু এই বিমার সুবিধা মিলবে না। অনলাইনে টিকিট কাটতে হবে, তবেই আইআরসিটিসি-র তরফে এই সুযোগ পাওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular