নয়াদিল্লি: কেদারনাথে (Kedarnath) গৌরীকুণ্ডের কাছে দুর্ঘটনা (Accident)। বৃষ্টির জেরে ধসে চাপা পড়ে মৃত তিন পুণ্যার্থী। কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী। রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে। পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাঁদের উপর পড়ে। পিষে মৃত্যু হয় তিন জনের। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধস নেমেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার, চম্পাবত, নৈনিতাল, উধম সিং নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সর্কতা জারি করা হয়েছে ওই সব এলাকাতে। এছাড়া পৌড়ি, পিথারাগড়, বাগেশ্বর, আলমোড়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ধসের জেরে টনকপুর চম্পাবত জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ধস নামার কারণে বদ্রীনাথ হাইওয়ের বেশ কিছু জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: একুশে জুলাই সভায় আসার পথে দুর্ঘটনার কবলে গাড়ি
আরও খবর দেখুন