Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollপাক সেনার গোলা ছিনিয়ে নিল ভারতীয় মহিলা প্রাণ

পাক সেনার গোলা ছিনিয়ে নিল ভারতীয় মহিলা প্রাণ

ওয়েব ডেস্ক: ফের উপত্যকা ভিজল রক্তে। পাক সেনার ছোড়া গোলায় উরিতে (Uri) মৃত্যু এক মহিলার। আহত আরও এক। পহেলগাম জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) পর থেকেই লাগাতার নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা।

আরও পড়ুন: আকাশপথে দুর্ভেদ্য ভারত! ফের ভূপাতিত ৫০-এর বেশি পাক ড্রোন

পাক গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বারামুলা জেলার উরির একাধিক বাড়ি। রেজারওয়ানি থেকে বারামুুলা যাওয়ার পথে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। গুলিতে নিহত হন রেজারওয়ানির বাসিন্দা নার্গিস বেগম। হাফিজা বেগম নামে আরও এক মহিলা পাক গোলায় গুরুতর জখম হন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News