Tuesday, October 7, 2025
spot_img
Homeদুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার কিশোর, চাঞ্চল্য বারুইপুরে

দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার কিশোর, চাঞ্চল্য বারুইপুরে

বারুইপুর: বারুইপুরে (Baruipur) খেলার নাম করে বাঁশবাগানে ডেকে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। এমনকি, নাবালিকাদের প্রাণনাশের (Murder Threat) হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, এক নাবালিকা বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে কান্নাকাটি শুরু করলেই ঘটনা জানাজানি হয়।

অন্যদিকে, প্রতিবেশী আর এক নাবালিকাও পরিবারে গোটা ঘটনা জানায়। তারপরেই বারুইপুর থানায় (Baruipur Police Station) অভিযোগ দায়ের করেন নাবালিকাদের পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার পুলিশ তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার পরিবার অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তির (Severe Punishment) দাবি করেছে।

আরও পড়ুন: বিজেপি পঞ্চায়েত সদস্যরা শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

ওই দুই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কিশোর সপ্তম শ্রেণির ছাত্র। নাবালিকার পরিবারের অভিযোগ, এটাই প্রথম নয়, এর আগেও তাঁদের মেয়েদের সঙ্গে ওই কিশোর খারাপ আচরণ করেছে। অভিযুক্ত বারুইপুর এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News