Friday, September 26, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসাংসদ হয়েও পড়ুয়াদের শিক্ষক রানাঘাটের জগন্নাথ সরকার
Ranaghat

সাংসদ হয়েও পড়ুয়াদের শিক্ষক রানাঘাটের জগন্নাথ সরকার

শিক্ষক দিবসে কুর্নিশ সাংসদকে

রানাঘাট: সাংসদ হলেও শিক্ষকতার পেশা তাঁর কাছে শুধুই দায়িত্ব নয়, বরং নেশা। তাই শত ব্যস্ততার মাঝেও পড়ুয়াদের পড়াতে ভোলেন না রানাঘাটের (Ranaghat) সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। শান্তিপুরের (Shantipur) আড়পাড়ায় নিজের বাড়িতেই তিনি চালাচ্ছেন একটি ছোট্ট স্কুল। সেখানে তিনি নিজেই ক্ষুদে পড়ুয়াদের হাতে-কলমে পড়ান (District News)।

দিল্লির সংসদীয় ব্যস্ত জীবন থেকে যখনই বাড়ি ফেরেন, তখনই কিছু সময় ব্যয় করেন এই স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাদানে। এলাকার অভিভাবক ও পড়ুয়াদের মতে, সাংসদের এই উদ্যোগ কেবল প্রশংসনীয় নয়, বরং বিরলও বটে।

আরও পড়ুন: এসএসসি এবং বাঙালি অস্মিতা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ সুকান্তের

এক পড়ুয়া সানি মজুমদার বলেন, “স্যার শুধু পড়ান না, পড়াশোনার পাশাপাশি আমাদের উৎসাহ দেন। তাই আমরা খুব আনন্দ পাই।” অভিভাবক স্বপ্না মজুমদারের কথায়, “সাংসদ মহাশয়ের মতো একজন ব্যস্ত মানুষ সময় বের করে আমাদের বাচ্চাদের পড়ান, এটা ভেবেই আমরা গর্বিত।”

নিজের এই উদ্যোগ প্রসঙ্গে জগন্নাথ সরকার বলেন, “আমি পেশায় শিক্ষক। তাই রাজনীতি বা সংসদীয় কাজের বাইরেও যতটা পারি পড়ুয়াদের জন্য কিছু করতে চাই। এরা আমাদের ভবিষ্যৎ।” শিক্ষক দিবসের প্রাক্কালে সাংসদ জগন্নাথ সরকারের এই ভূমিকা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে। এলাকার মানুষ বলছেন, তিনি শুধু সাংসদ নন, প্রকৃত অর্থেই শিক্ষক।

দেখুন আরও খবর: 

Read More

Latest News