Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনহনুমানের নামে প্রথম থ্রিডি অ্যানিমেশন ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে
Vayuputra

হনুমানের নামে প্রথম থ্রিডি অ্যানিমেশন ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে

ওয়েব ডেস্ক: হনুমান(Hanuman)কে নিয়ে এই প্রথম থ্রি-ডি অ্যানিমেশন(3D Animation film)ছবি ‘বায়ুপুত্র'(Vayuputra)- এর সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার(First-Look Poster) প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, বিনোদন দুনিয়ায় এখন অ্যানিমেটেড ছবির রমরমা ব্যবসা চলছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘মহাবতার নরসিমা'(Mahavatar Narsimha)। বক্স অফিসে বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই অ্যানিমেটেড ছবি।

আরও পড়ুন:‘AI করে ‘আমার ভুয়ো অন্তরঙ্গ ছবি’ অন্যায় ভাবে ব্যবহৃত হচ্ছে!’ দিল্লি হাইকোর্টে ঐশ্বর্য রাইয়ের মামলা

এবার ‘ভগবান হনুমান(Lord Hanuman)কে নিয়ে আসছে আর এক পৌরাণিক ছবি ‘বায়ুপুত্র’। ছবিটি প্রযোজনা করছেন নাগা বংশী(Naga Vamsi)। এই অ্যানিমেটেড ছবিটি পরিচালনা করছেন চাণ্ডু মন্ডেটি( Chandoo Mondeti )। সম্প্রতি ছবির ফার্স্ট লুক পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা থ্রিডি অ্যানিমেশনের ব্যবহার করা হয়েছে এই ছবিতে! প্রযোজক নাগা বংশীর কথায়,’এভাবে হনুমানকে কেউ কখনো জানতে পারেনি। এই অ্যানিমেটেড ছবির মাধ্যমে ভারতের অমর কাহিনীর সাক্ষী হয়ে গোটা দুনিয়া। বিগত বেশ কয়েক বছর ধরে আমি এবং পরিচালক এই ছবি নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করছি। নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এই ছবির মাধ্যমে। এটি আগামী বছর দশেরার সময় মুক্তি পাবে। হিন্দি ছাড়াও তামিল,তেলেগু, মালায়ালাম ও কন্নাড় ভাষায় এই ছবি দেখতে পাবে দর্শকরা।’

দেখুন খবর:

Read More

Latest News