Thursday, October 16, 2025
HomeScrollসাত সকালে ফের অভিযানে ইডি, এবার কোথায় হানা?
ED

সাত সকালে ফের অভিযানে ইডি, এবার কোথায় হানা?

সাত সকাল থেকেই কলকাতা সহ আরও ৭ জায়গায় ইডির হানা

ওয়েবডেস্ক- ঝাড়গ্রামের (Jhargram) গোপীবল্লভপুরে (Gopiballavpur) শুরু ইডির (ED)  অভিযান। বালি দুর্নীতির (Bali Corruption) তদন্তে ইড়ির আধিকারিকরা। সকাল হতে না হতেই হাইভোল্টেজ ED র অভিযান ঝাড়গ্রামে একদিকে গোপীবল্লভপুরে। অপরদিকে লালগড়ের সিজুয়া বালি খাদানে EDর  অভিযান।

আজ সকাল ৬ টা নাগাদ গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডিমাইনিং অফিসে ED  হানা দেয় ইডি। তারপরেই গোপীবল্লভপুরের বালি খাদান এবং অপরদিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা দেয় ED র কেন্দ্রীয় তদন্তকারী দল। কলকাতা (Kolkata) , ঝাড়গ্রাম (Jhargram), মেদিনীপুর (Medinipur) , আসানসোল (Asansole) সাত জায়গায় ইডির অভিযান।

আরও পড়ুন- কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী!

তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে বালি সিন্ডিকেট। কলকাতার বেন্টিক স্ট্রিট দফতরে এখনও ঢুকতে পারেননি ইডির আধিকারিকরা। অপরদিকে আসানসোলে মনীশ বাগারিয়ার বাড়িতে ইডির অভিযান।

দেখুন আরও খবর-

Read More

Latest News