Saturday, November 8, 2025
HomeScrollনভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কপাল খুলবে পাঁচ রাশির!
Horoscope Today

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কপাল খুলবে পাঁচ রাশির!

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: আমাদের ভাগ্য প্রতিনিয়ত বদলায়, গ্রহ-নক্ষত্রের অবস্থান ও সময়ের প্রভাবে কখনও সুখ, কখনও ধনলাভ আসে জীবনে (Horoscope Today)। তাই লটারি কেনার আগে ভাগ্য কী বলছে তা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৯ থেকে ১৫ নভেম্বর) কোন রাশির (Rashifal) জাতকদের ভাগ্যে অর্থলাভের সম্ভবনা বেশি, দেখে নিন—

মেষ
এই সপ্তাহটা মোটামুটি ভালো যাবে। বড় কিছু না হলেও ছোটখাটো প্রাপ্তির সম্ভাবনা আছে। একবার চেষ্টা করে দেখতে পারেন।

বৃষ
সপ্তাহের মধ্য ভাগে লটারির দিকে ভাগ্য উজ্জ্বল। তবে, শেষের দিকে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, নইলে লোকসান হতে পারে।

মিথুন
এই সপ্তাহে সময় আপনার অনুকূলে। ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করলে লাভ হতে পারে।

আরও পড়ুন: এই পাঁচ রাশি সবচেয়ে বেশি ভালোবাসে সাজগোজ ও ফ্যাশনে এক্সপেরিমেন্ট করতে!

কর্কট
অর্থপ্রাপ্তির তেমন যোগ নেই। লটারির ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেবেন না।

সিংহ
এই সপ্তাহে ভাগ্য আপনার পক্ষে! সপ্তাহের যে কোনও দিনে লটারি কেটে মোটা অঙ্কের প্রাপ্তিও সম্ভব।

কন্যা
আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। ইচ্ছা হলে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।

তুলা
তুলা রাশির জন্য শুভ সময়। সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে লটারিতে অর্থলাভের যোগ প্রবল।

বৃশ্চিক
সপ্তাহের মধ্যভাগে ভাগ্যের সহায়তা পাবেন। ছোট অঙ্কে বিনিয়োগ করলে লাভ হতে পারে।

ধনু
এই সপ্তাহে লটারির দিকে ঝোঁক দেখানো ঠিক হবে না। ভাগ্য অনুকূলে নয়।

মকর
ভাগ্য মাঝারি মানের। হঠাৎ করে ছোটখাটো প্রাপ্তিও হতে পারে। তবে বড় অঙ্কের লটারিতে না যাওয়াই ভালো।

কুম্ভ
সপ্তাহের শুরুর দিকে চেষ্টা করলে ভাগ্য সাড়া দিতে পারে। সতর্কভাবে বিনিয়োগ করুন।

মীন
অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব কম। বড় অঙ্কের লটারি নয়, বরং ছোট অঙ্কে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।

এই সপ্তাহে সিংহ, তুলা, মিথুন, বৃষ ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য লটারির দিক শুভ। বাকিদের জন্য সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News